পরিবহন

উদ্বোধনের আগেই বিরাট পরিবর্তন মেট্রো স্টেশনের, সোমবার থেকেই বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশনের লুক!

উদ্বোধনের আগেই বিরাট পরিবর্তন মেট্রো স্টেশনের, সোমবার থেকেই বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশনের লুক!
Key Highlights

শিয়ালদহ স্টেশন চত্বরের লুক বদল হচ্ছে। মেট্রো রেলের হাত ধরেই পূর্ব রেলের অন্যতম বড় স্টেশন শিয়ালদহ বদলাচ্ছে।

আগামী কয়েক মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে শিয়ালদহ মেট্রো স্টেশনের ধর্মতলার দিকের অংশের কাজ। আর তার জেরেই বদলে যাবে গোটা স্টেশন চত্বর। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে শিয়ালদহ। এই স্টেশন ধরেই লক্ষ লক্ষ যাত্রী মেট্রো ব্যবহার করবেন এমনটাই আশাবাদী কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশনের রূপ 

মেট্রো স্টেশন আর রেলের স্টেশন যেহেতু একেবারেই গা ঘেঁষে উঠেছে তাই যাত্রীদের সুবিধার্থে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। মাটির ১৬.৫ মিটার নীচে থাকছে মেট্রোর লাইন। শিয়ালদহ স্টেশনের একদিকে ফুলবাগান মেট্রো স্টেশন, অন্যদিকে রয়েছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। আর এসপ্ল্যানেড মেট্রো স্টেশন যেহেতু জাংশন স্টেশনে পরিনত হতে চলেছে, তাই ধরে নেওয়া হচ্ছে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা রাখতে হবে শিয়ালদহ মেট্রো স্টেশনেও।

শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরির দায়িত্বে থাকা আধিকারিক আইটিডি-সিইএম এর চিফ অপারেটিং ম্যানেজার রুপক সরকার এ ব্যাপারে জানিয়েছেন, "শিয়ালদহ ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেশন হতে চলেছে। কারণ শহরতলির বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে মেট্রো ধরবেন। ফলে ভিড় নিয়ন্ত্রণের জন্যে প্রশস্ত জায়গা এবং যথাযথ ভাবে শিয়ালদহ স্টেশনের উত্তর, মেন এবং দক্ষিণের রেল প্ল্যাটফর্মে পাঠানো সবটা বুঝেই আমরা কাজ করেছি। যাতে মানুষের অসুবিধা না হয়।"


Adani | আদানির বিরুদ্ধে ঘুষের মামলার খবর প্রকাশ্যে আসতেই বড় ঘোষণা আদানি সংস্থার, আনা হচ্ছে না ৬০০ মিলিয়ন ডলারের বন্ড
Cyclone Fengal | নভেম্বরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ফেনজাল'! কোথায় ল্যান্ডফল করবে এই সাইক্লোন?
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
IND vs SA । পরপর ৩ বার জয়ের মুকুট ভারতের মাথায়, অর্শদীপ বরুন হার্দিক ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
‘বিদ্রোহী কবি’ ~ কাজী নজরুল ইসলাম | Biography of Kazi Nazrul Islam