পরিবহন

Howrah Railway Station: ট্রেনিং রুমে মদ্যপানের প্রতিবাদ করায় রেল কর্মীদের মারধর করে!

Howrah Railway Station: ট্রেনিং রুমে মদ্যপানের প্রতিবাদ করায় রেল কর্মীদের মারধর করে!
Key Highlights

হাওড়া কারশেডের ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স বিভাগের কর্মী শিবশঙ্কর দত্ত সহকর্মীদের সঙ্গে পরিবার নিয়ে কাশ্মীর থেকে ফেরার পড়তে ঘটে বিশাল বিপত্তি।

ট্রেনের কামরায় মদ্যপানের প্রতিবাদ করায় হুগলি জেলার গোবরার এক রেলকর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল রেলের সাফাই কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনা ঘটে আসানসোল স্টেশনে। ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

আরপিএফ সূত্রে খবর, গত ৮ই অক্টোবর হাওড়া কারশেডের ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স বিভাগের কর্মী তথা হুগলির গোবরার বাসিন্দা শিবশঙ্কর দত্ত সহকর্মীদের সঙ্গে পরিবার নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। শিবশঙ্কর। গত ১৯শে অক্টোবর রাতে বাড়ি ফেরার জন্য তিনি জম্মু স্টেশন থেকে জম্মু-তাওয়াই এক্সপ্রেসে ওঠেন। তাঁর অভিযোগ, সেই সময় বি ৩ (B )কোচে তাঁর উল্টো দিকের আসনে বসে শত্রুধন রাম নামে এজেন্সির অধীনস্থ চুক্তিবদ্ধ এক সাফাই কর্মী মদ্যপান করছিলেন।

এই ঘটনার তীব্র প্রবাদ করে কাজ না হওয়ায় তিনি আরপিএফ জওয়ানদের জানান। এর পর আরপিএফ জওয়ানরা শত্রুধনের মদের বোতল কেড়ে নেন। তাঁকে অন্য আসনে সরিয়েও দেওয়া হয়। এর পর শত্রুধন নামে ওই সাফাই কর্মী বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন। শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ট্রেনটি যখন আসানসোল স্টেশনে পৌঁছয় তখন শত্রুধন হঠাৎ ১০-১২ জন সাফাইকর্মীকে নিয়ে লাঠি এবং লোহার রড হাতে ওই কোচে চড়াও হয় বলে অভিযোগ। তাঁকে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। আহত অবস্থায় কোচেই লুটিয়ে পড়েন শিবশঙ্কর। ঘটনায় হতচকিত হয়ে যান ওই রেল কর্মী।

শিবশঙ্কর লিখিত অভিযোগ দায়ের করেন রানিগঞ্জ স্টেশনের ম্যানেজারের কাছে। হাতে, পায়ে এবং বুকে চোট রয়েছে তাঁর। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘চলন্ত টেনে ধূমপান এবং মদ্যপান নিষিদ্ধ। এ নিয়ে নিয়মিত প্রচারও করা হয়। ওই ঘটনায় শত্রুধনকে গ্রেফতার করা হয়েছে। রেলপুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’’ ওই কাণ্ডে বাকি অভিযুক্তদেরও গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি।


Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজের দোতলায় আগুন! আতঙ্কে রোগী ও রোগীর পরিজনরা
IPL Auction 2025 । শেষ হলো আইপিএল মেগা নিলাম ২০২৫ এর প্রথম দিনের দরদাম , KKR সন্তুষ্ট ৫ ক্রিকেটারে
Uttar Pradesh । উত্তরপ্রদেশের সম্ভলে মন্দির মসজিদ বিবাদ, সার্ভে করতে গিয়ে আক্রান্ত ৩০ জন পুলিশ, নিহত ৩
IPL Auction 2025 । "ওল্ড ইজ গোল্ড", বাজেট ছিল ৫১ কোটি, প্রায় অর্ধেক টাকা খরচ করে আইয়ারকে ফেরালো কেকেআর
RG Kar | আদালতে আসাই বন্ধ সঞ্জয় রায়ের! জেলে বসে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকবেন আরজিকরের অভিযুক্ত! মুখ বন্ধের নয়া অস্ত্র?
Virat Kohli | 'কিং' ইজ ব্যাক! ৩০তম টেস্ট সেঞ্চুরি করে নিন্দুকদের চুপ করিয়ে দিলেন বিরাট কোহলি
Mohun Bagan vs Jamshedpur FC । ড্র থেকে কামব্যাক সবুজ মেরুনের, জামশেদপুরের বিরুদ্ধে ৩:০ ব্যবধানে জয় পেল মোহনবাগান