ভারতীয় রেল

Train Ticket | লোকাল ট্রেনের টিকিট এবার কাটা যাবে বাড়ি বসেই! UTS অ্যাপে টিকিট কাটার ক্ষেত্রে বড় বদল আনল রেল!

Train Ticket | লোকাল ট্রেনের টিকিট এবার কাটা যাবে বাড়ি বসেই! UTS অ্যাপে টিকিট কাটার ক্ষেত্রে বড় বদল আনল রেল!
Key Highlights

এতদিন পর্যন্ত ইউটিএস অ্যাপের মাধ্যমে কেবল স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরত্বের মধ্যে টিকিট কাটা যেত। কিন্তু এবার স্টেশন থেকে যত দূরেই বাড়ি হোক না কেন ঘরে বসে বা স্টেশন আসতে আসতেই কাটা যাবে টিকিট।

রেল যাত্রীদের সুবিদার্থে ইউটিএস অ্যাপ (uts app) এ  বড়সড় বদল আনল রেল। এই বদলের কারণে এবার থেকে লোকাল ট্রেনের টিকিট বাড়িতে বসেই কাটতে পারবেন যে কেউ। এতদিন পর্যন্ত এই সুবিধা মিলত কেবল স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরত্বের মধ্যে। কিন্তু এবার যত দূরেই বাড়ি হোক সমস্যায় পড়তে হবে না যাত্রীদের। এর পাশাপাশি ট্রেনের টিকিট কাটার অ্যাপ বাজারে আনলেন মুকেশ আম্বানি। 

ইউটিএস অ্যাপে বদল!

ট্রেনের জেনারেল বা সাধারণ শ্রেণিতে ভ্রমণ আরও সহজ করতে এবং  বিনা টিকিটে রেল যাত্রা রুখতে ইউটিএস অ্যাপ (uts app) এ বড় বদল এনেছে রেল কর্তৃপক্ষ। এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যেকোনও স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন। আগে এই অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল। যদি কোনও যাত্রী কোনও স্টেশন থেকে ২০ কিলোমিটারের মধ্যে থাকেন, তবেই তিনি ইউটিএস অ্যাপ ডাউনলোড (uts app download) করে বা আগের থেকে থাকা অ্যাপের মাধ্যমে টিকিট নিতে পারতেন। তবে এখন এই সীমা তুলে নেওয়া হয়েছে। এর ফলে এখন যাত্রীরা যেকোনও স্থান থেকে টিকিট নিতে পারবেন।

রেলের ইউটিএস অ্যাপের সাহায্যে দুরকম ভাবে টিকিট কাটা যায়। একটি পেপারলেস অর্থাৎ টিকিট আপনার মোবাইলে থাকবে। দ্বিতীয়টি টিকিট বুক করার পর এটিভিএম মেশিন থেকে টিকিট প্রিন্ট করতে হবে। এবার দূরত্ব ঘুচিয়ে দেওয়ার ফলে মনে করা হচ্ছে বিনা টিকিটে রেল সফর বন্ধ করার পাশাপাশি পেপারলেস টিকিটিং, ডিজিটাল বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও এই পদক্ষেপ করেছে রেল।

উল্লেখ্য, ক্রমেই ট্রেনে যাত্রীদের চাপ বেড়ে চলেছে। পাল্লা দিয়ে স্টেশনের টিকিট কাউন্টারগুলোতেও চাপ বেড়েছে। তাই যাত্রীদের চাপ সামাল দিতে এটিভিএম (atvm) মেশিন চালুর পাশাপাশি মোবাইল ফোনে ইউটিএস অ্যাপের (UTS) মাধ্যমেও টিকিট কাটার ব্যবস্থা চালু করেছিল রেল। তবে আগের নিয়ম অনুযায়ী, সেই অ্যাপের মাধ্যমে এতদিন স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরত্বের মধ্যে থেকেই কেবল টিকিট কাটা যেত। এদিকে টিকিট ছাড়া ট্রেনে যাত্রার ঘটনাও কমছিল না বইকি। যার ফলে একদিকে যাত্রীদের সুবিধার খাতিরে অন্যদিকে বিনা টিকিটে রেল যাত্রা রুখতে ইউটিএস অ্যাপে পরিবর্তন এনেছে রেল কর্তৃপক্ষ। স্টেশন থেকে যত দূরেই বাড়ি হোক না কেন ঘরে বসে বা স্টেশন আসতে আসতেই কাটা যাবে টিকিট। তবে আগের মতোই স্টেশনে বা ট্রেনে থাকাকালীন অসংরক্ষিত টিকিট কাটা যাবে না। রেলের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে লাখ লাখ লোকাল ট্রেন যাত্রীর সুবিধা হবে। এবার থেকে অনেকেই বাড়িতে বসে টিকিট কাটতে পারবেন। তবে শুধুমাত্র যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন, তবে তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট কাটতে পারবেন না। বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ট্রেনের টিকিট কাটা যাবে জিও-র বিশেষ অ্যাপে!

ট্রেনের কনফার্ম টিকিট কাটার জন্য জিও রেল অ্যাপ (Jio Rail App) নামক একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে রিলায়েন্স জিও। যেখানে টিকিট বুকিংয়ের পাশাপাশি PNR স্টেটাস-সহ একাধিক সুবিধা পাবেন। এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে প্রথমে জিও ফোনে জিও রেল অ্যাপ খুলতে হবে। তারপর কোন স্টেশন থেকে কোন স্টেশন যেতে চান, কবে যেতে চান তা সিলেক্ট করতে হবে। এরপর ট্রেন এবং সিট বেছে নিতে হবে। তারপর বাকি তথ্য দিয়ে টাকা পেমেন্ট করে দিতে হবে। এই অ্যাপের মাধ্যমে ট্রেনের সময়, তারিখ, স্টেশন সমস্ত তথ্য সবই মোবাইল ফোনে জানা যাবে। কারণ এই অ্যাপে PNR স্টেটাস চেক করা যাবে। ট্রেনের টিকিট বুকিং করার পর PNR নম্বর দিয়ে তার স্টেটাস অপশনে ক্লিক করতে হবে। তাহলেই সব তথ্য চলে আসবে ব্যবহারকারীর মোবাইল ফোনে।

উল্লেখ্য, এই অ্যাপে ট্রেনের টিকিট বুকিং করার পাশাপাশি তা বাতিলও করা যাবে। তাছাড়া যারা ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা পেমেন্ট করতে চান তাঁদের কাছেও সেই অপশন থাকবে। প্রসঙ্গত, ২০১৯ সালে এই জিও রেল অ্যাপ লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। এখনও এটি অনেকই ব্যবহার করেন। তবে শুধু জিও ফোন ব্যবহারকারীরাই জিও রেল অ্যাপের সুবিধা নিতে পারবেন।