বিনোদন

রাহুলের প্রথম পরিচালনায় নায়ক ঋত্বিক, তবে নায়িকা কে?

রাহুলের প্রথম পরিচালনায় নায়ক ঋত্বিক, তবে নায়িকা কে?
Key Highlights

পরিচালক হিসেবে এবার হাতেখড়ি হতে চলেছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর।

দীর্ঘদিন ধরেই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করছিলেন ক্যামেরার সামনের বদলে এবার ক্যামেরার পিছনে কাজ করবেন। আর এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। আর এবার সেই পরিকল্পনার অবসান হতে চলেছে। অভিনেতা রাহুল তার প্রথম পরিচালনা নিয়ে একেবারে প্রস্তুত। জানা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই রাহুল তার ছবি "কলকাতা ৯৬"র শুটিং শুরু করতে চলেছেন। 

তাঁর পরিচালক হিসেবে হাতেখড়ি হওয়ার পাশাপাশি অভিনেতা হিসেবে ডেবিউ করতে চলেছেন তাঁর ছেলে সহজ-ও। ছবির প্রযোজনা করছেন 'জাতিস্মর' খ্যাত প্রযোজক রানা সরকার। 

"কলকাতা ৯৬"এর পরিচালক হিসেবে রাহুল এবং শিশু-অভিনেতা হিসেবে রাহুল-প্রিয়াঙ্কার ছেলে সহজের এটি ডেবিউ সিনেমা।  তবে সহজের ছবিতে কাজ নিয়ে তার মা অর্থাৎ রাহুলের প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কার (priyanka sarkar) কি মত? সেই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানায়, প্রিয়াঙ্কা খুবই খুশি। বাবার ছবি দিয়ে ছেলের হাতেখড়ি হওয়ার প্রিয়াঙ্কা খুশিই হয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, "কলকাতা ৯৬"-এর কাহিনী সম্পর্কে জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার (south Kolkata) এক বাঙাল পাড়ার একটা পরিবারে ২০ জুন থেকে ২২ জুনের মধ্যে কী কী হয়, তা নিয়েই রাহুলের ছবি। ১৯৯৬-এর ২২ জুন সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly) লর্ডসের মাঠে (lords stadium) প্রথম সেঞ্চুরি করেন, যেটা পরিচালকের ছবির অন্যতম প্রতিপাদ্য বিষয়। ওই দিন বাঙালি নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। ফের লড়াই করার উদ্যাম ইচ্ছেটা আরও জোরালো হয়ে উঠেছিল।