RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Saturday, September 13 2025, 2:07 pm

মৃত ছাত্রী আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস-এর ছাত্রী।
ফের শিরোনামে আরজি কর হাসপাতাল। শুক্রবার গভীর রাতে মৃত্যু হয়েছে হাসপাতালের এল এমবিবিএস পড়ুয়া তরুণী অনিন্দিতা সোরেনের। এঘটনায় তরুণীর প্রেমিক মালদা মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসক উজ্জ্বল সোরেনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া ও অনুষ্ঠানের সূ্ত্রে দুজনের পরিচয় হয়। পরিচয় প্রেমে পরিণত হয়। বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল দুজনের মধ্যে। সোমবার দুজনে দেখা করেন। তারপরই অসুস্থ হয়ে পড়েন তরুণী। অভিযোগ, তরুণী অন্তঃসত্বা হয়ে পড়ায় বিয়ের চাপ দিতেই তাঁকে বিষ খাইয়েছে উজ্জ্বল।