Hezbollah | হেজবোল্লা নয়া প্রধানের দায়িত্বে কাসেম, সশস্ত্র বাহিনীর দায়িত্বই মূলত রয়েছে তাঁর কাঁধে
Tuesday, October 29 2024, 12:55 pm
Key Highlightsইজরায়েলের হামলায় নিহত হন হেজবোল্লা প্রাক্তন প্রধান হাসান নাসরাল্লাহ। এবার তার স্থানে বেছে নেওয়া হলো নয়া প্রধানকে।
ইজরায়েলের হামলায় নিহত হন হেজবোল্লা প্রাক্তন প্রধান হাসান নাসরাল্লাহ। এবার তার স্থানে বেছে নেওয়া হলো নয়া প্রধানকে। হেজবোল্লা প্রধান হিসেবে নাম ঘোষণা করা হলো নাইম কাসেমের। হেজবোল্লার ডেপুটি লিডার পদে এতদিন ছিলেন এই নাইম কাসেম। লেবানন মদতপুষ্ট এই জঙ্গি গোষ্ঠীর সশস্ত্র বাহিনীর দায়িত্বই মূলত রয়েছে তাঁর কাঁধে। উল্লেখ্য, হাসান নাসরাল্লাহকে নিকেশের পর তাঁর উত্তরসূরি হিসেবে হাশেম সাফিয়েদ্দিনের নাম উঠে এসেছিল চর্চায়। তবে তাঁকেও খতম করার দাবি করেছে ইজ়রায়েল।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- যুদ্ধ

