PSG Suspends Messi | ক্লাবের অনুমতি ছাড়া সৌদি যাওয়ার শাস্তিতে সাসপেন্ড মেসি!

Wednesday, May 3 2023, 7:55 am
highlightKey Highlights

ক্লাবকে না জানিয়ে সৌদি যাওয়ার শাস্তি পেলেন লিওনেল মেসি ! দু সপ্তাহের জন্য মেসিকে সাসপেন্ড করলো পিএসজি।


পরিবারের সঙ্গে সৌদি আরবে (Saudi Arabia) ঘুরতে গিয়ে বিপদে পড়লেন লিওনেল মেসি (Lionel Messi) । ক্লাবের অনুমতি ছাড়াই আরবে যাওয়ার ফলে দু’সপ্তাহের জন্য মেসিকে সাসপেন্ড করল প্যারিস সাঁ জাঁ (PSG)।

ক্লাবের অনুমতি না নিয়েই সৌদি আরবে মেসি
ক্লাবের অনুমতি না নিয়েই সৌদি আরবে মেসি

সূত্রের খবর, ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি যাওয়ার ফলে দু সপ্তাহ সাসপেন্ড ছাড়াও, পিএসজির হয়ে লিগ ওয়ানের (Ligue 1) আগামী দু’টি ম্যাচে খেলতে পারবেন না মেসি। এমনকি এই দুই সপ্তাহের বেতনও তাঁকে দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্তিতি বুঝে আবার ২১ মে মাঠে নামার অনুমতি পাবেন মহাতারকা।

দু সপ্তাহের জন্য মেসিকে সাসপেন্ড করলো পিএসজি
দু সপ্তাহের জন্য মেসিকে সাসপেন্ড করলো পিএসজি

সম্প্রতি, সৌদির পর্যটন মন্ত্রক আহমদ আল খতীব (Ahmed Al Khateeb) সোশ্যাল মিডিয়ায় মেসি ও তাঁর পরিবারের একাধিক ছবি পোস্ট করে তাদের দেশে স্বাগত জানান। এই পোস্টের পরেই বেড়েছে জল্পনা। উল্লেখ্য, মেসির কাছে সৌদির ক্লাব আল হিলালের (Saudi club Al Hilal) প্রস্তাব রয়েছে এমন কথা শোনা গিয়েছিলো বেশ কিছু সময় আগে। যার ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মতো মেসিরও সৌদির ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই ঘটনা সম্পর্কে পাকাপাকিভাবে কোনও তথ্য এখনও উঠে আসেনি।

সৌদির পর্যটন মন্ত্রকের মেসিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট
সৌদির পর্যটন মন্ত্রকের মেসিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট

অন্যদিকে, আর কিছুদিন পরেই বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকার পিএসজির জার্সিতে ২ বছরের মেয়াদ শেষ হতে চলেছে। শোনা যাচ্ছে বার্সেলোনা (Barcelona) ফের মেসিকে দলে নেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বিজ্ঞাপনী কাজের জন্য ক্লাবের কাছ থেকে সৌদি আরব যাওয়ার অনুমতি চেয়েছিলেন এলএম টেন। তবে সেই যাত্রা কারণ বসত পিছিয়ে যাওয়ায় শেষমেশ ক্লাবের অনুমতি ছাড়াই স্বপরিবারে সৌদি যান মেসি। যার পরেই গোটা ঘটনা নিয়ে ক্ষুব্দ ক্লাব কর্তারা। সাধারণত সৌদির ট্যুরিজম অ্যাম্বাস্যাডর লিওনেল মেসি, কিন্তু ক্লাবের অনুমতি ছাড়াই সৌদি চলে যাওয়ায় কঠোর পদক্ষেপ নিল ক্লাব। তবে গোটা ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ক্লাব কর্তৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File