দেশ

Gujrat: ছাত্রীদের বিজেপিতে যোগ দেওয়ার নির্দেশ অধ্যক্ষের!

Gujrat: ছাত্রীদের বিজেপিতে যোগ দেওয়ার নির্দেশ অধ্যক্ষের!
Key Highlights

ছাত্রীদের বিজেপিতে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি অধ্যক্ষের। বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই ইস্তফা দিয়েছেন তিনি।

গুজরাতের ভাবনগরের এক অধ্যক্ষ ছাত্রীদের বিজেপিতে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। অভিযোগ অনুযায়ী, শ্রীমতী নর্মদাবাঈ ছত্রভুজ গাঁধী মহিলা কলেজের অধ্যক্ষ রজনীবালা গোহিল কলেজের ছাত্রীদের বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেন। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যেক ছাত্রীকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি নিয়ে কলেজে আসতে হবে। নাম নথিভুক্তকরণের জন্য মোবাইল ফোনও নিয়ে আসতে বলা হয়। এই বিজ্ঞপ্তি নেটমাধ্যমে ছড়িযে যাওয়ার পরই পদ থেকে ইস্তফা দেন অভিযুক্ত অধ্যক্ষ রজনীবালা।

সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, কলেজ পরিচালনাকারী চ্যারিটেবল ট্রাস্টের নির্বাহী পরিচালক ধীরেন্দ্র বৈষ্ণব কলেজে যাওয়ার পর অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। এব্যাপারে রজনীবালাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, যেহেতু তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাই এই পদ থেকে সরে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব। তবে তাঁর দাবি, বিজেপির সদস্য পদ গ্রহণের বিষয়ে জানতে এক জন ছাত্রী তাঁর কাছে আসার পর তিনি অসাবধানতাবশত এই বিজ্ঞপ্তিটি পাঠিয়েছিলেন।

এই ঘটনা গুজরাতের বিভিন্ন মহলে ব্যাপক ভাবে আলোড়ন ফেলেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, একটি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিতে যোগ দিতে বলে এই রকমের বিজ্ঞপ্তি জারি করা অনৈতিক।


Jaipur highway | ভররাতে সিলিন্ডার বোঝাই ট্রাকে একাধিক বিস্ফোরণ, আগুনে ঝলসে গেলো ৭টি গাড়ি
Weather Update | কলকাতার আকাশে দুর্যোগের ঘনঘটা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মহানগরে
World Para Athletics | বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে রেকর্ড গড়লো ভারত! শেষ দিনেও এলো রূপো!
Pahalgam Terror Attack | মোবাইলের চার্জারের সূত্র ধরে পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিকে ধরলো তদন্তকারীরা
NASA | ফান্ড বিভ্রাট! টাকা না মেলায় বন্ধ 'NASA'! বিশ বাওঁ জলে মহাকাশবিজ্ঞানীরা
Breaking News | রঞ্জি ট্রফির স্কোয়াড ঘোষণা করলো বাংলা, দলে কামব্যাক শামি-আকাশ দীপের
Ishwar Chandra Vidyasagar Biography | বাংলার সমাজ-শিক্ষার বিকাশের প্রাণপুরুষ বিদ্যাসাগর! ২০৩তম জন্মবার্ষিকীতে পড়ুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী!