Modi in WB | ফের বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী! এপ্রিলেই বাংলায় পা রাখতে পারেন মোদি!

Monday, April 14 2025, 9:32 am
highlightKey Highlights

বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব ঠিক থাকলে ২৪ এপ্রিল বাংলায় সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী।


বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। এদিকে ওয়াকফ আইনের প্রতিবাদে জ্বলছে মুর্শিদাবাদ। এরই মধ্যে খবর, বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, সব ঠিক থাকলে ২৪ এপ্রিল বাংলায় সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী। যদিও এই বিষয়ে নবান্নের কাছে কোনও খবর নেই। পাশাপাশি প্রধানমন্ত্রীর এই সফরসূচি এখনও চূড়ান্ত নয় বলেই জানা যাচ্ছে। তবে শেষপর্যন্ত যদি নরেন্দ্র মোদি আসেন এবং জনসভা করেন, তাহলে সেই সভা থেকে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপির প্রচার শুরু হয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File