শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির দলে থাকার সম্ভাবনা কম, এক নজরে জেনে নিন সম্ভাব্য একাদশে রয়েছে কারা
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচটি খেলবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচটি ভারত খেলবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। এই ম্যাচে ভারতীয় দলের লক্ষ্য থাকবে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করা। এক নজরে দেখে নিন এই ম্যাচে সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট, আবহাওয়ার খবর এবং দুই দলের হাল হকিকত।
বিরাট কোহলিকে বিশ্রাম দিতে পারে ভারত:
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে বিরাট কোহলিকে তৃতীয় টি-২০ ম্যাচে বিশ্রাম দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সোমবার সকালে গুয়াহাটি থেকে মুম্বই উড়ে গিয়েছেন বিরাট কোহলি। বিসিসিআই-এর এক আধিকারিকের কথা অনুযায়ী, তৃতীয় টি-২০ ম্যাচে খেলবেন না বিরাট। রবিবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ২৮ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি। শেষ বার কোহলি বিশ্রাম নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই এবং টি-২০ সিরিজে। শুধু কোহলি একাই নন, একাধিক পরিবর্তন হতে পারে ভারতের দলে।
ভারতের বিরুদ্ধে ইতিমধ্যেই টি-২০ সিরিজ পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে, বিশ্বকাপের আগে কখনওই ভারতীয় দলের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা নিতে চাইবে না প্রোটিয়ারা। তেম্বা বাভুমার দল তৃতীয় টি-২০ ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে থাকবে এবং সেরা একাদশকেই নামাবে এমনটাই প্রত্যাশিত। পাশাপাশি বিশ্বকাপের আগে চপ অর্জার কেমন খেলে সেই দিকেও নজর থাকবে প্রোটিয়া টিম ম্যানেজমেন্টের।
- Related topics -
- খেলাধুলা
- টি ২০ ওয়ার্ল্ড কাপ
- টি২০