R G Kar | 'চাপ দেওয়া হয়েছিল', পুলিশের টাকার দেওয়ার প্রস্তাব নিয়ে মুখ খুললেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা

Thursday, September 5 2024, 1:55 pm
highlightKey Highlights

তিলোত্তমার বাবার দাবি,“আমরা যে কিছু বলিনি এটা বলতে চাপ দেওয়া হয়েছিল। বোঝানো হয়েছিল পুলিশের বিরুদ্ধে কথা বললে তদন্তে অসুবিধা হবে,তদন্তের ক্ষতি হবে।”


'তিলোত্তমা'র অভিভাবকদের টাকা দিতে চেয়েছিলো ডিসি নর্থ, আরজিকরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেছেন 'তিলোত্তমা'র বাবা। তবে এরপরই একটি ভিডিয়ো সামনে আনে তৃণমূল। তাতে দেখা যায়, নির্যাতিতার বাবা মা'কে কেউ প্রশ্ন করছেন, “আপনারা নাকি বলেছেন পুলিশ টাকা দিতে চাইছে?” উত্তরে, নির্যাতিতার বাবা বলছেন, “আমরা এরকম কিছু বলিইনি।” তবে এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তিলোত্তমার বাবার দাবি,“আমরা যে কিছু বলিনি এটা বলতে চাপ দেওয়া হয়েছিল। বোঝানো হয়েছিল পুলিশের বিরুদ্ধে কথা বললে তদন্তে অসুবিধা হবে,তদন্তের ক্ষতি হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File