আন্তর্জাতিক

Donald Trump Sanctions ICC | আন্তর্জাতিক অপরাধ আদালতকে ব্যান করতে চলেছে প্রেসিডেন্ট ট্রাম্প!

Donald Trump Sanctions ICC | আন্তর্জাতিক অপরাধ আদালতকে ব্যান করতে চলেছে প্রেসিডেন্ট ট্রাম্প!
Key Highlights

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

মসনদে বসেই একগুচ্ছ নির্দেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইজরায়েলসহ তার মিত্রদের 'নিশানা' করার জন্যই এই সিদ্ধান্ত। এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে চলেছেন তিনি। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, কোনও মার্কিন নাগরিকের বিরুদ্ধে তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সাহায্য করলে সেই ব্যক্তি এবং তাঁর পরিবারের ওপর আর্থিক নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। তাঁর পরিবারকে দেওয়া হবে না ভিসাও।