আন্তর্জাতিক

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে বন্ধ করা হল প্রিমিয়ার লিগের ম্যাচ, বাতিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের আজকের খেলা

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে বন্ধ করা হল প্রিমিয়ার লিগের ম্যাচ, বাতিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের আজকের খেলা
Key Highlights

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে শোকের ছায়া ইংল্যান্ড-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। রানির প্রয়াণে তাই খেলা বন্ধ রাখলেন ইংল্যান্ডের ক্রিকেট ও ফুটবলের কর্তারা।

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের জেরে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের আজকের খেলা বাতিল করে দেওয়া হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের কোনও খেলা শনিবার থেকে সোমবারের মধ্যে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

ইংল্যান্ডে চলছে রাষ্ট্রীয় শোক, তাই এই সময়কালে বন্ধ থাকছে খেলা, ফের কবে এই খেলাগুলো হবে তা পরে জানিয়ে দেওয়া হবে

আজ ইংলিশ প্রিমিয়ার লিগের আয়োজকদের বৈঠকেই ফুটবলের ম্যাচগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন স্থানীয় সময় সকালে ব্রিটিশ সরকারের সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া দফতরের সঙ্গে বিভিন্ন ক্রীড়া সংস্থার বৈঠকও হয়। ইংলিশ ফুটবল লিগ ও মহিলাদের সুপার লিগের এই উইকেন্ডের সব ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থার তরফে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে শোকবার্তা পাঠানো হচ্ছে।

ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের দিন কোনও বড় ইভেন্টও আয়োজন করা যাবে না। কবে শেষকৃত্য হবে তা এখনও স্পষ্ট হয়নি। তবে রবিবার ১৮ সেপ্টেম্বর কিংবা সোমবার ১৯ সেপ্টেম্বর তা হতে পারে। প্রিমিয়ার লিগের আয়োজকদের তরফে রানির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। তাঁর প্রতি সম্মান জানিয়েই চলতি সপ্তাহে লিগের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। সোমবার বিকেলের খেলাগুলিও হবে না। রাষ্ট্রীয় শোক চলাকালীন বিভিন্ন ইভেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলির উপরেই ছেড়ে দিয়েছে সরকার। খেলা বা বিনোদনধর্মী কোনও অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা কিংবা সেই ইভেন্ট আয়োজনগুলি বন্ধ রাখার বিষয়ে সরকার কাউকে জোর যে করবে না সেটাও স্পষ্ট করে জানান হয়েছে নির্দেশিকায়।


Ind vs SA T20I | ১১৭ রানেই গুটিয়ে গেলো প্রোটিয়া বাহিনী! ধরমশালায় দাপুটে বোলিং হর্ষিত-অর্শদীপের
Australia Mass Shooting | সিডনি সৈকতে ইহুদিদের উৎসবে বন্দুকবাজের হামলা, মৃত ১২, আহত অন্ততঃ ২৯!
Bidhannagar PS | রবিবার আদালতে তোলা হবে ধৃত শতদ্রুকে, যুবভারতী কাণ্ডে একাধিক ধারায় মামলা রুজু পুলিশের
Messi in Hyderabad | হায়দরাবাদে মুখ্যমন্ত্রীর সাথে বল পায়ে ড্রিবল মেসির! রাহুল গান্ধীকে জার্সি উপহার ফুটবল তারকার
Messi in YuvaBharati | মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়াম 'লুট' সমর্থকদের, কেউ নিলেন কার্পেট, কেউ বা তুললেন আস্ত চেয়ার!
Lionel Messi | VIP-দের ভিড়ে ঢাকা পড়লেন মেসি, ক্ষুদ্ধ সাধারণ মানুষ, "দর্শকদের টাকা ফেরানো হবে"-মুচলেকা উদ্যোক্তার
Darjeeling | গ্লেনারিজ-এর পর এবার বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের রক গার্ডেন, মনখারাপ পর্যটকদের