দেশ

পোষ্ট অফিসের এই স্কিম টির ব্যাপারে অবগত তো আপনারা ??

পোষ্ট অফিসের এই স্কিম টির ব্যাপারে অবগত তো আপনারা ??
Key Highlights

কম বিনিয়োগ (Investment) ও মেয়াদশেষে উচ্চ রিটার্ন (High Return) পেতে হলে অবশ্যই আপনাকে পোস্ট অফিসের এই স্কিম টির সম্পর্কে জানতে হবে

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে ন্যুনতম একশো টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা। শুধু তাই নয়, অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে ডিপোজিট ব্যালেন্সের ৫০ শতাংশ পর্যন্ত ও তুলে নেওয়া যাবে। মাসিক ইনস্টলমেন্টের কোনও সীমা নেই এই স্কিমে। তবে প্রতি মাসে ন্যুনতম ১০০ টাকা জমা দিতে হবে।

এই স্কীমে ব্যাঙ্ক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতো গ্রাহকরা নিজের ইচ্ছে মতো মেয়াদ অনুযায়ী টাকা বিনিয়োগ করতে পারবেন না। রেকারিং ডিপোজিট স্কিমে মেয়াদ নির্ধারিতই থাকছে।  পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য টাকা ফিক্সড করা যাবে। 

চক্রবৃদ্ধি সুদের হার নির্ধারণ করে কেন্দ্র। ২০২০ সালের পয়লা এপ্রিল থেকেই কার্যকর হয়েছে নতুন সুদের হার। বর্তমানে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে ৫.৮ শতাংশ হারে সুদ প্রদান করে পোস্ট অফিস। প্রতি তিন মাস অন্তর সুদ দেওয়া হয়। সুদ দেওয়া হয় যার ফলে নিয়মিত লাভবান হবেন গ্রাহকরা।

অবশ্যই মাথায় রাখতে হবে, টানা ৪ মাস কোনও ইনস্টলমেন্ট জমা না পড়লে সেই অ্যাকাউন্ট বাতিল হিসেবে গণ্য হবে। যদিও ২ মাসের মধ্যে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সুযোগ থাকবে আর সেই সুযোগও হারালে একেবারে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট।


Uttarakhand Flash Flood | হঠাৎ হড়পা বান, উত্তরকাশীতে ভেসে গেল সেনা ছাউনি, নিখোঁজ ৯ জওয়ান
Uttar Kashi | উত্তরকাশীতে ফের হড়পা বান! নিখোঁজ অন্তত ৬০ জন! রয়েছে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা!
Suvendu Adhikari | কোচবিহারে শুভেন্দুকে দেখেই কালো পতাকা নিয়ে বিক্ষোভ! বাঁশ, লাঠি, ইট নিয়ে চললো হামলাও!
Garbeta | গড়বেতার রেল লাইনে বিস্ফোরণ! থেমে গেলো রাজধানী এক্সপ্রেস! নেপথ্যে মাওবাদীদের হাত?
DA Case | 'প্রয়োজনে রোজ ডিএ মামলার শুনানি হবে', রাজ্যের আবদেন ফিরিয়ে সাফ জানালো সুপ্রিম কোর্ট!
Operation Akhal | চলছে ‘অপারেশন আখাল’, তিনদিনের মাথায় নিকেশ ২ জঙ্গি, আহত ১ জওয়ান
Local Train | রেল যাত্রীদের জন্য সুখবর,শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে চলবে অতিরিক্ত ১০টি লোকাল ট্রেন!