Italy Plane Crash | হাইওয়ের মাঝখানে ভেঙে পড়ল বিমান! মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু ২ জনের!

ইটালিতে হাইওয়ের মাঝখানে গোঁত্তা খেয়ে ভেঙে পড়ল ছোট এয়ারক্র্যাফট!
ফের মর্মান্তিক বিমান দুর্ঘটনা! ইটালিতে হাইওয়ের মাঝখানে গোঁত্তা খেয়ে ভেঙে পড়ল ছোট এয়ারক্র্যাফট! দুর্ঘটনায় মৃত্যু দু’জনের , জখম আরও দুই। জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১২টা নাগাদ উত্তর ইটালির ব্রেসিয়া এলাকায় বিমানটি গোঁত্তা খেয়ে কোরডামোলি ওসপিটেল হাইওয়ের মাঝখানে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ও বিস্ফোরণ হয়। এদিকে আগুনের গোলার মধ্যে ঢুকে পড়ে হাইওয়ে দিয়ে চলতে থাকা একাধিক গাড়ি। যার ফলে আগুন ধরে যায় দুটি গাড়িতে। দুর্ঘটনার জেরে ওই হাইওয়ের দুদিকের গাড়ি চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিমান
- বিমান দুর্ঘটনা
- ইতালি