Piyush Goyal | "মাথায় বন্দুক রেখে চুক্তি করি না।"- আমেরিকাকে কড়া হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েলের!

Friday, October 24 2025, 3:08 pm
Piyush Goyal | "মাথায় বন্দুক রেখে চুক্তি করি না।"- আমেরিকাকে কড়া হুঁশিয়ারি  বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েলের!
highlightKey Highlights

‘মাথায় বন্দুক ঠেকিয়ে বাণিজ্যচুক্তি করানো যাবে না’, ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।


ভারত এবং আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে মতান্তর তুঙ্গে। দুপক্ষের বৈঠকেও বেরোয়নি সমাধানসূত্র। দু’দিনের সফরে এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েল। শুক্রবার ‘বার্লিন গ্লোবাল ডায়লগ’ সম্মেলনে যোগ দিয়ে বাণিজ্য চুক্তি নিয়ে স্পষ্ট মন্তব্য করলেন তিনি। এদিন পীষূষ গোয়েল স্পষ্ট জানালেন, "আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলছি। আমেরিকার সঙ্গেও আলোচনা চলছে। কিন্তু আমরা তাড়াহুড়ো করে চুক্তি করি না এবং সময়সীমা বা মাথায় বন্দুক রেখে চুক্তি করি না।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File