অর্থনৈতিক

ভোটের আগে চমক! ২০২১ -এ আজ বুধবার প্রথম দাম কমলো পেট্রল ও ডিজেলের

ভোটের আগে চমক! ২০২১ -এ আজ বুধবার প্রথম দাম কমলো পেট্রল ও ডিজেলের
Key Highlights

আগামী 27 মার্চ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ। তার ঠিক 72 ঘণ্টা আগে পেট্রল ও ডিজেলের দাম হ্রাস করল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। কলকাতা সহ দেশের প্রতিটি মেট্রো শহরে জ্বালানি তেলের দাম কমেছে। বুধবার প্রতি লিটার পেট্রলের দাম কমেছে 18 পয়সা। আর ডিজেলের ক্ষেত্রে তা 17 পয়সা নীচে নেমে গিয়েছে। আপাত দৃষ্টিতে ভারতের ঘরোয়া বাজারে পেট্রল ও ডিজেলের দামের ওঠা-নামার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিদিন জ্বালানির দাম নির্ধারণ করে তেল বিপণন সংস্থাগুলি। ভোর 6টা থেকে কার্যকর হয় নির্ধারিত নতুন দাম।