লাইফস্টাইল

Pet Friendly Cafes in Kolkata | পোষ্যকে বাড়িতে রেখে নয়,সঙ্গে নিয়েই মজা করুন ক্যাফেতে! রইলো কলকাতার সেরা 'পেট ফ্রেন্ডলি' ক্যাফের খোঁজ!

Pet Friendly Cafes in Kolkata | পোষ্যকে বাড়িতে রেখে নয়,সঙ্গে নিয়েই মজা করুন ক্যাফেতে! রইলো কলকাতার সেরা 'পেট ফ্রেন্ডলি' ক্যাফের খোঁজ!
Key Highlights

কলকাতার ক্যাফেতে খেতে গেলে পোষ্যকে রেখে যান অনেকেই। তবে আপনি যদি পোষ্যকে নিয়েই রেস্তোরাঁয় খেতে যেতে চান তাহলে বেছে নিন কলকাতার পোষ্য বান্ধব ক্যাফে।

উইকেন্ডে হোক কিংবা জন্মদিন বা বিশেষ দিন সেলিব্রেশন অথবা এমনি দিনই হোক না কেন, কম বেশি রেস্তোরাঁ বা ক্যাফেতে যান অনেকেই। পরিবার পরিজন-বন্ধুবান্ধবের সঙ্গে ভালোমন্দ খাওয়া, ছবি তোলা, ভালো সময় কাটলেও কোথাও যেন মন পরে থাকে 'পেট প্যারেন্ট'দের। কারণ বাড়ির পোষ্যকে সঙ্গে নিয়ে যেতে পারছেন না রেস্তরাঁর নিয়মের জন্য। অনেকে এর জন্য আবার বহু সময়েই রেস্তোরাঁয় যাওয়ার প্ল্যানই ক্যানসেল করে দেন ৷ তবে আর প্ল্যান ক্যানসেল করতে হবে না কলকাতাবাসী 'পেট প্যারেন্ট'দের। কারণ খাস কলকাতায় নতুন ক্যাফে (New Cafes in Kolkata) খুলেছে যা 'পেট ফ্রেন্ডলি' (Pet Friendly) অর্থাৎ এই ক্যাফেতে আপনি আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন আপনার আদরের পোষ্যকে। দেখে নিন সেরা কলকাতায় পোষ্য বান্ধব ক্যাফে (Pet Friendly Cafes in Kolkata)র ঠিকানা।

  ১. গ্রীন হাউস । Green House :

কলকাতার সেরা ক্যাফে (Best Cafe in Kolkata)র মধ্যে একটি এটি। এই পোষ্য বান্ধব ক্যাফেতে আপনি পাবেন আরামদায়ক পরিবেশের সঙ্গে এক বিশাল মেনু। এই ক্যাফেতে আপনি আপনার পোষ্যকে নিয়ে যেতে পারবেন তো বটেই। এর পাশাপাশি এর বড় চমক হলো এখানে রয়েছে আটটি সুন্দর, বন্ধুত্বপূর্ণ পোষ্য-জ্যাকি, ক্যাসপার, হুইস্কি, জিন, ব্র্যান্ডি, স্কচ, ব্রুটাস এবং বেইলি, যারা কি না ক্যাফেরই সদস্য। অর্থাৎ পশুপ্রেমীদের জন্য এক আদর্শ ক্যাফে এই গ্রীন হাউস। এছাড়া এই ক্যাফেতে একটি স্মোকিং লাউঞ্জ, একটি ডাইনিং রুম এবং একটি বিচক্ষণ হুক্কা রুম রয়েছে। এখানে কন্টিনেন্টাল, চাইনিজ এবং ইন্ডিয়ান-এর পাশাপাশি পাওয়াযায় পিজা, ওয়াফেলস, ক্রাঞ্চি নাচো, লাসানিয়া, ফ্রাই, ডিমসাম, চিজবল, চিকেন টিক্কা, বেবি কর্ন এবং আরও অনেক কিছু। সঙ্গে রয়েছে সুস্বাদু মকটেল, মোজিটোস এবং ডেজার্টও।

ঠিকানা: পি৫০, কেয়াতলা রোড, সাউদার্ন এভ, বিবেকানন্দ পার্কের কাছে।

২. দ্য লাভ রুম ক্যাফে । The Love Room Cafe :

দক্ষিণ কলকাতার ক্যাফে (Cafes in South Kolkata) এটি। কলকাতায় প্রথম পেট ফ্রেন্ডলি ক্যাফের এটি ৷ আক্ষরিক অর্থেই এটি একটি লাভ রুম ৷ পোষ্যদের ভালবাসার জায়গা ৷ পোষ্যদের কথা ভেবে এখানে রয়েছে তাদের জন্য বিশেষ মেনুর ব্যবস্থাও। বলা বাহুল্য এই পোষ্য বান্ধব ক্যাফের মালিক দু’জনেই দারুণ পশু-প্রেমিক ৷  এই রেস্তোরাঁয় আর আপনার পোষ্যকে নিয়ে যেতে কোনও সমস্যা নেই ৷ তবে যদি আপনার নিজের পোষ্য না থাকে কিছু আপনি যদি পোষ্য ভালবাসেন, তাহলে কিন্তু কলকাতায় ক্যাফে (Cafe in Kolkata)তে আপনার জন্য রয়েছে বড় চমক। কারণ এখানেই আপনি পেয়ে যাবেন ৯ টি নানা জাতের কুকুর ৷ গোল্ডেন রিট্রভার থেকে আইরিশ শেটার , ল্যাব্রাডর -কী নেই! সঙ্গে রয়েছে বিড়ালও। যদিও সব কুকুর একই সময়ে উপস্থিত থাকে না, সাধারণত তাদের মধ্যে দুই থেকে তিনটি দেখা যায়। এই পোচের নাম হল শ্যাডো-শীতজু, গুচি-লাসা আপসো, ইগো-সাইবেরিয়ান হাস্কি, বার্নি-গোল্ডেন রিট্রিভার, গোগো-পাগ, ব্রুস-লাসা অ্যাপসো, হুইস্কি-ককার স্প্যানিয়েল, টিপসি-আইরিশ সেটার এবং ওরিও-ফ্রেঞ্চ বুল ডগ। এরা প্রত্যেকেই যথাযথভাবে প্রশিক্ষিত হয়েছে এবং নতুন লোকেদের সঙ্গে দেখা করতে অভ্যস্ত।

ঠিকানা: ৩৬, টালিগঞ্জ সার্কুলার রোড, টালিগঞ্জ।

৩. ইউগো অ্যান্ড ফিন । Hugo & Finn :

কলকাতার সেরা ক্যাফে (Best Cafe in Kolkata) দেবে আপনাকে লন্ডনের ক্যাফের অনুভব। কলকাতায় পোষ্য বান্ধব ক্যাফে (Pet Friendly Cafes in Kolkata) এর মধ্যে ইউগো অ্যান্ড ফিন বেশ ট্রেন্ডি। গোলাপী, বেইজ টাইলযুক্ত মেঝে এবং হলুদ বাল্বগুলি দিয়ে সুন্দরভাবে সাজানো এই কলকাতার ক্যাফে (Cafe in Kolkata)। এখানে পোষ্যকে নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন। এই ক্যাফেতে খাবারও খুবই সুস্বাদু।

ঠিকানা: ৫বি, লিটল রাসেল স্ট্রিট, কাঙ্করিয়া এস্টেট, পার্ক স্ট্রিট এলাকা।

৪.  থ্রটল শ্রটল ।  Throttle Shrottle :

"থ্রটল শ্রটল" ক্যাফে কলকাতায় নতুন ক্যাফে (New Cafes in Kolkata)র মধ্যে বেশ খ্যাতি লাভ করেছে। এখানে থিম, পরিবেশ, খাবার সবই একবারে এক নম্বর। শান্ত পরিবেশের এই ক্যাফে পোষ্য বান্ধব। এখানে দুটি বিড়াল এবং দুটি সাদা হাঁস রয়েছে। নিউটাউনের এই ক্যাফেতে খাবারও বেশ জনপ্রিয়।

ঠিকানা: এইচপি ফুয়েল স্টেশনের কাছে, অ্যাকশন এরিয়া আইআইসি, নিউটাউন।

৫.  উড হাউস-পেট ক্যাফে । Wood House-Pet Cafe :

ভাল খাবারের সঙ্গে আরামদায়ক জায়গায় সঙ্গে আপনার পোষ্য! এই কম্বিনেশন উপভোগ করতে যেতেই হবে উড হাউস-পেট ক্যাফেতে। কলকাতায় পোষ্য-বান্ধব ক্যাফের জন্য উডহাউস সবচেয়ে উপযুক্ত জায়গা। ক্যাফেটার পোষ্য দুজন, শাশা এবং সাম্বা রয়েছে। এই ক্যাফে পাখি এবং চার পায়ের প্রাণীদের জন্য খোলা জায়গা রয়েছে। এখানে চাইনিজ, ইতালীয় খাবার পাওয়া যায়।

ঠিকানা: ১/২, আরকেপি দেব গর্জন, দক্ষিণেশ্বর, মিলিটারি ক্যাম্পের কাছে।

৬. উবুন্টু ইট । Ubuntu Eat :

এখানে খাঁটি বাঙালি ভেগান অর্থাৎ নিরামিষ খাবার পাবেন। এটি একটি পোষা-বান্ধব ক্যাফে। ফলে এখানে আপনি আপনার বিড়াল এবং কুকুর নিয়ে এখানে আসতে পারেন। তাদের স্পেশাল পিজ্জা খুব বিখ্যাত। পিজ্জার জন্য চারটি টপিংস অপশন রয়েছে- চিজি ভেজিস, ভেগান চিকেন টিক্কা, মাশরুম এবং ভেগান মাটন।

ঠিকানা: ৬০৩/১বি ব্লক ও, নিউ আলিপুর, তৃতীয়য় ডানদিকে, হিন্দুস্তান সুইটসের বিপরীতে।

উল্লেখ্য, বর্তমানে উত্তর-দক্ষিণ কলকাতার ক্যাফে (Cafes in South Kolkata) গুলি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সুন্দরভাবে সাজানো-গোছানো, মনোরম পরিবেশের সঙ্গে সুস্বাদু খাবারের ফুল প্যাকেজ। তবে অধিকাংশ রেস্তোরাঁ বা ক্যাফেতেই পোষ্যদের নিয়ে যাওয়া যায়না নানান কারণের জন্য। তবে পোষ্যরা তো আমাদেরই পরিবারের সদস্য। ফলে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার মতো তৈরী হয়েছে 'পেট ফ্রেন্ডলি' ক্যাফে। এখানে নিশ্চিন্তে পোষ্যকে নিয়ে যেতে পারেন। আবার যারা পশুপাখি ভালোবাসেন তাদেরও এই ক্যাফেগুলি খুব ভালো লাগবে। তবে সব পেট ক্যাফেতে সব রকমের পোষ্য নিয়ে যাওয়া যায় না। ফলে পেট ফ্রেন্ডলি ক্যাফেতে যাওয়ার আগে রেস্তোরা কর্তৃপক্ষের সঙ্গে এই ব্যাপারে কথা বলে নেওয়াই ভালো।


Adani | আদানির বিরুদ্ধে ঘুষের মামলার খবর প্রকাশ্যে আসতেই বড় ঘোষণা আদানি সংস্থার, আনা হচ্ছে না ৬০০ মিলিয়ন ডলারের বন্ড
AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
Kolkata Weather Update । আজ সারাদিন কেমন থাকবে শহর কলকাতা আবহাওয়া? দেখে নিন এক নজরে
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo