Srinagar Airport | পহলেগাঁও হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের স্কেচের সঙ্গে মুখের মিল! শ্রীনগর বিমানবন্দরে আটক ব্যক্তি!

Tuesday, April 29 2025, 1:53 pm
highlightKey Highlights

পহলেগাঁও জঙ্গি হামলার পর ৩ সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করেছিল পুলিশ। সেই স্কেচে থাকা এক সন্দেহভাজন জঙ্গির সঙ্গে মুখের মিল থাকায় আটক করা হলো এক ব্যক্তিকে!


পহলেগাঁও জঙ্গি হামলার পর ৩ সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করেছিল পুলিশ। সূত্রে খবর, সেই স্কেচে থাকা এক সন্দেহভাজন জঙ্গির সঙ্গে মুখের মিল থাকায় আটক করা হলো এক ব্যক্তিকে! এদিন শ্রীনগর বিমানবন্দরে এক ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী। বলা হয়, ওই ব্যক্তির সঙ্গে স্কেচে থাকা জঙ্গির একজনের মুখের মিল রয়েছে। যদিও আটক ব্যক্তি দাবি করেছেন, তিনি একটি সিনেমার শ্যুটিংয়ের দলে কাজ করেন। সেই কাজের জন্যই চণ্ডীগড় যাচ্ছিলেন তিনি। আটক ওই ব্যক্তিকে আপাতত জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File