চ্যাম্পিয়নদের হাসির আড়ালে লুকিয়ে থাকে যন্ত্রণা! ঋতুস্রাবকালীন ভারোত্তোলনে দেশকে রুপো জেতান চানু
Wednesday, July 28 2021, 4:24 am

টোকিও অলিম্পিক্স ২০২০: গত ২৪ শে জুলাই, ২০২১ দেশের হয়ে অলিম্পিক্সে ইতিহাস লিখেছেন ২৬ বছর বয়সী ইম্ফলের কন্যা চানু সাইকহোম মিরাবাই। তিনি ২১ বছর পর দেশকে ভারোত্তোলনে দ্বিতীয় অলিম্পিক্স পদক (রুপো)এনে দিয়েছেন। কিন্তু ইভেন্টের ঠিক আগের দিন বিকেলে তাঁর ঋতুস্রাব শুরু হয়, সঙ্গে তলপেটে অসহ্য টান-যন্ত্রনা অনুভব করতে থাকেন। চিন্তায় পরে যান চানু-সহ তাঁর মুখ্য কোচ বিজয় শর্মা। কিন্তু শারীরির যন্ত্রণাকে উপেক্ষা করে ৪৯ কেজি বিভাগে মোট ২০২ কেজি (৮৭ কেজি স্ন্যাচ ও ১১৫ কেজি ক্লিন অ্যান্ড জার্ক) ভার তুলেছিলেন নিজের কাঁধে।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- বিশ্ব চ্যাম্পিয়ন
- টোকিও