Supreme Court | ‘সিনেমার পর্দায় কোনওভাবেই বিশেষ চাহিদাসম্পন্নের অমর্যাদা করা যাবে না’- কড়া নির্দেশ দিলো শীর্ষ আদালত!

Tuesday, July 9 2024, 6:32 am
highlightKey Highlights

বিনোদন জগতকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। পর্দায় কোনওভাবেই বিশেষ চাহিদাসম্পন্নের অমর্যাদা করা যাবে না।


বিনোদন জগতকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। পর্দায় কোনওভাবেই বিশেষ চাহিদাসম্পন্নের অমর্যাদা করা যাবে না। দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্নদের চিহ্নিত করতে 'পঙ্গু', 'বিকলাঙ্গ' বা 'জড়োবুদ্ধি' জাতীয় শব্দগুলি ব্যবহার করা যাবে না। সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিশেষ চাহিদাসম্পন্নদের চরিত্রায়ণ নিয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এক ব্যক্তি। সোমবার মামলাটির শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বেঞ্চ বিনোদন জগতে বিশেষ চাহিদাসম্পন্নদের প্রসঙ্গে এই রায় দেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File