নয়া পরিষেবা চালু IRCTC-র, রেল টিকিট বাতিলের টাকা পেতে এবার করতে হবে না অপেক্ষা!

Saturday, June 18 2022, 4:41 pm
highlightKey Highlights

ভারতীয় রেলে ভ্রমণের জন্য বহু যাত্রী বর্তমানে আইআরসিটিসির ইন্টারনেট টিকিটিং ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করে থাকেন।


আইআরসিটিসি অনুসারে, মোট সংরক্ষিত টিকিটের প্রায় ৮৩ শতাংশ বুক করা হয় অনলাইনে। অনলাইনে ট্রেনের টিকিট বাতিলের পরিমাণও সবচেয়ে বেশি। কখনও কখনও এমনও হয় যে অনলাইনে কাটা টিকিট বাতিল করার পর সেই টিকিটের টাকা ফেরত পেতে দীর্ঘ সময় লেগে যায়। এই সংক্রান্ত চিন্তা দূর করতে আইআরসিটিসি এবার একটি বিশেষ পরিষেবা চালু করল।

নতুন পরিষেবার মাধ্যমে, যদি কোনও যাত্রী IRCTC ওয়েবসাইটে ট্রেনের টিকিট বাতিল করেন, তবে টিকিট বাতিলের টাকা অবিলম্বে তাঁর অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কিন্তু এর জন্য আপনাকে IRCTC-ipay পেমেন্ট গেটওয়ে ইনস্টল করতে হবে। IRCTC-এর ipay-এর বিশেষ বৈশিষ্ট্য হল যে এটি টিকিট বুকিংয়ের সময় কমিয়ে দেয় এবং এর ফলে ব্যবহারকারীরা যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পান।

অনেক সময় এমন হয় যে আপনি টিকিট পেলেও আপনার টিকিট 'ওয়েটিং'-এ থেকে যায়। চূড়ান্ত চার্ট তৈরি হয়ে গেলে আপনার টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়, তাই আপনার ফেরতের টাকা অবিলম্বে IRCTC ipay-এর মাধ্যমে চলে আসবে অ্যাকাউন্টে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File