SSC মামলার জেরে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-এর জেরার মুখে পড়তে হবে। এই হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষকদের বিতর্কিত নিয়োগের ঘটনায় বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে CBI-এর সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফের গ্রুপ ডি সন্দীপ প্রসাদ মামলায় আবারও পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ
বুধবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এসএসসির শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগেকার নির্দেশই বহাল রাখলেন। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন সন্ধ্যার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেন। তদন্তে অসহযোগিতা করলে সিবিআই শিল্পমন্ত্রীকে গ্রেফতারও করতে পারবে বলে বিচারপতি জানান। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশও মুখ্যমন্ত্রীর কাছে করেছেন বিচারপতি।
অন্যদিকে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী একক বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন। রক্ষাকবচ চেয়ে ওই আবেদনে বলা হয়, সিবিআই যেন কোনও ব্যবস্থা না নেয়। বেঞ্চ জানায়, এখনও আদালতের নির্দেশ পাওয়া যায়নি। পদ্ধতি মেনে পার্থর আইনজীবীকে মামলা ফাইল করতে বলা হয়। আদালতে বেলা সাড়ে তিনটের সময় মামলার শুনবে বলে জানায়।
- Related topics -
- রাজ্য
- সিবিআই
- এসএসসি
- পার্থ চট্টোপাধ্যায়
- কলকাতা হাইকোর্ট