WBSSC Scam: জুতো কাণ্ডের পর পার্থ-অর্পিতার নিরাপত্তায় বজ্র আঁটুনি ED র
প্রাক্তন মন্ত্রী পার্থকে লক্ষ্য করে জোকা ইএসআই হাসপাতাল চত্বরে জুতো ছোড়েন এক মহিলা। এরপরেই বাড়তি গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করেছে ইডি।
আজ, ৩রা অগাস্ট, হিসেবে মতন শেষ হল পার্থ এবং অর্পিতার ইডি (ED) হেফাজতের মেয়াদ। আজ তাঁদের আদালতে তোলা হবে। জানা যাচ্ছে, ইডি ফের একবার দু'জনকে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে।
জোকা ESI হাসপাতাল চত্বরে গতকাল শারীরিক পরীক্ষার জন্য পার্থ-অর্পিতাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জনৈক মহিলার জুতো ছোড়ার ঘটনার পর নড়েচড়ে বসল ইডি । ইতিমধ্যেই ইডির তরফে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বুধবার সকালে সল্টলেক সিজিও কমপ্লেক্স (Saltlake CGO Complex) থেকে পার্থ এবং অর্পিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার পথে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ।
বুধবার জোকা ESI হাসপাতালে যাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee News) গাড়ির সঙ্গে দেখা যায় বাড়তি কনভয়। মোট ছ'টি গাড়ির কনভয়ের মাধ্যমে পার্থ এবং অর্পিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। ইডির এই ছয় কনভয়ের গাড়ি হাসপাতালে পৌঁছতেই সেখানেও দেখা যায় বাড়তি নিরাপত্তা। সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে বসে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায় পার্থ এবং অর্পিতাকে।
মোট ৮৬ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে পার্থ এবং অর্পিতার জন্য। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও নিরাপত্তার দায়িত্বে আনা হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত কর্মীদেরও। কোনওভাবেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্রেফতার হওয়া এই দু'জনের ধারেপাশে পৌঁছতে দেওয়া হয়নি।