Pakistan | TLP-আন্দোলনের ২য় দিনে রক্তাক্ত ইসলামাবাদ! পুলিশের গুলিতে মৃত ১১, গৃহযুদ্ধের আশংকা পাক-ভূমিতে

Saturday, October 11 2025, 12:55 pm
highlightKey Highlights

শাহবাজ শরিফ, আসিম মুনিরদের বিরুদ্ধে ইসলামাবাদে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ (TLP)।


গাজার হামলার বিরোধিতা না করে আমেরিকার পুতুল হয়ে ইজরায়েলকে সমর্থন করছে পাকিস্তান। এই অভিযোগ তুলে শাহবাজ শরিফ, আসিম মুনির সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন ‘তেহরিক ই লাব্বাইক পাকিস্তান’ (TLP)। পরিস্থিতি সামলাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। ইসলামাবাদে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে শুক্রবার জমায়েত করে মানুষ। সমবেত জনতাকে রুখতে কাঁদানে গ্যাস, লাঠি চার্জের পাশাপাশি গুলিও ছোড়ে পুলিশবাহিনী। TLPর দাবি, গুলিতে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৫০। গৃহযুদ্ধের আশঙ্কা পাকিস্তানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File