Kargil War | ২৫ বছর পর কার্গিল নিয়ে স্বীকারোক্তি পাকিস্তানের, যুদ্ধে ছিল পাক সেনাই

Saturday, September 7 2024, 6:19 pm
highlightKey Highlights

কার্গিল যুদ্ধে ছিল পাকিস্তানি সেনাই, ২৫ বছর পর স্বীকার করল ইসলামাবাদ।


কার্গিল যুদ্ধে ছিল পাকিস্তানি সেনাই, ২৫ বছর পর স্বীকার করল ইসলামাবাদ। ৭ সেপ্টেম্বর পাকিস্তানের প্রতিরক্ষা দিবস উপলক্ষে পাক সেনাপ্রধান জেনারেল ওয়াসিম মুনির একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে নিজের ভাষণে তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৪৮, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯-এর কার্গিল যুদ্ধে আমাদের কয়েক হাজার সেনা আত্মবলিদান দিয়েছেন।” এর ফলে দীর্ঘদিন ধরে দিল্লি যে দাবি করে আসছিল এবং ইসলামাবাদ যা এযাবৎকাল মানতে চায়নি কিছুতেই, সেই সত্যই প্রমাণিত হল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File