Pakistan-America | পাকিস্তানে বাণিজ্য করতে আমেরিকাকে দিতে হবে না শুল্ক! ট্রাম্পের মন জয়ে নয়া চাল ইসলামাবাদের!

Friday, May 16 2025, 10:57 am
Pakistan-America | পাকিস্তানে বাণিজ্য করতে আমেরিকাকে দিতে হবে না শুল্ক! ট্রাম্পের মন জয়ে নয়া চাল ইসলামাবাদের!
highlightKey Highlights

সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের তরফে আমেরিকাকে প্রস্তাব দেওয়া হয়েছে নির্দিষ্ট বেশকিছু পণ্য নিঃশুল্ক বাণিজ্য চুক্তির।


অপারেশন সিঁদুরের পর ভারত পাক সংঘর্ষে কার্যত ইসলামাবাদকে গুড়িয়ে দিয়েছে ভারতের সেনা। এদিকে ভারত সিন্ধু জলচুক্তি রদ করায় গলা শুকিয়ে কাঠ পাকের। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন জয় করতে নয়া চাল পাকিস্তানের। পাকিস্তানের মাটিতে বাণিজ্য করতে আমেরিকাকে কোনও শুল্ক দিতে হবে না বলে ঘোষণা করলো পাকিস্তান। সম্প্রতি পাক সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের তরফে আমেরিকাকে প্রস্তাব দেওয়া হয়েছে নির্দিষ্ট বেশকিছু পণ্য নিঃশুল্ক বাণিজ্য চুক্তির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File