India-Pakistan | ক্ষতির কথা স্বীকার করলো পাকিস্তান! ভারতের প্রত্যাঘাতে মৃত্যুর সংখ্যা জানালো পাক সেনা!

ক্ষতির বহর এতটাই বেশি যে, শেষ পর্যন্ত মানতে বাধ্য হলো পাকিস্তানের সেনা। মঙ্গলবার তারা জানিয়েছে, অন্তত ১১ জন সেনা ভারতের প্রত্যাঘাতে প্রাণ হারিয়েছেন।
ভারতের কাছে 'যুদ্ধের ময়দানে' হেরেও কিছুতেই মাথানত করতে রাজি নয় পাকিস্তান। কল্পনার জয় উল্লাস করছে ইসলামাবাদ। তবে ক্ষতির বহর এতটাই বেশি যে, শেষ পর্যন্ত মানতে বাধ্য হলো পাকিস্তানের সেনা। মঙ্গলবার তারা জানিয়েছে, অন্তত ১১ জন সেনা ভারতের প্রত্যাঘাতে প্রাণ হারিয়েছেন। পাকিস্তান সেনা ও বায়ুসেনার অন্তত ৭৮ জন জওয়ান আহত হয়েছেন। AFP রিপোর্ট বলছে, পাকিস্তানের বায়ুসেনার ৫ জন মারা গিয়েছেন। ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে পাক সেনার ৬ জওয়ানের।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- ভারত
- যুদ্ধ
- অপারেশন সিঁদুর