Oyo Rooms | অবিবাহিত যুগলদের রুম দেবে না OYO! চেকইনের আগে দেখা হবে সম্পর্কের ভিত্তিতে বৈধ নথি

Sunday, January 5 2025, 11:36 am
highlightKey Highlights

অবিবাহিতদের মধ্যে বেশ জনপ্রিয়তায় থাকা ওয়োর নতুন চেক ইন নিয়ম আনতে চলেছে।


এবার অবিবাহিত যুগলদের জন্য দরজা বন্ধ করল ওয়ো রুমস। অবিবাহিতদের মধ্যে বেশ জনপ্রিয়তায় থাকা ওয়োর নতুন চেক ইন নিয়ম আনতে চলেছে। আর সেই নিয়ম অনুযায়ী, এবার থেকে সমস্ত যুগলের সম্পর্কের ভিত্তিতে বৈধ নথি দেখা হবে। যাঁরা অনলাইনে বুক করবেন, তাঁদের জন্যও একই নিয়ম লাগু থাকবে। যে সমস্ত হোটেল ওয়োর অংশীদার, সেই হোটেলগুলিকেও ওয়ো ক্ষমতা দিয়েছে, অবিবাহিত যুগলকে চেক ইন করতে না দেওয়ার জন্য। স্থানীয় আবেগ, বেশ কিছু দিকের বিচার বিবেচনা করে, তবেই এবার থেকে রুম দেবে ওয়ো। এই নিয়ম মেরঠ থেকে শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File