WB Weather | তীব্র তাপদহনে জ্বলতে চলেছে বঙ্গ! আগামী সপ্তাহে হতে পারে দু-এক পশলা বৃষ্টি!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে সপ্তাহ শুরুতেই বৃষ্টির সম্ভাবনা দিল আবহাওয়া দফতর।


ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে আপাতত তাপপ্রবাহ ও অসস্তিকর আবহাওয়া থেকে নিস্তার এখনই পাবেনা বঙ্গবাসী। তবে তীব্র দহনের মধ্যে কিছুটা স্বস্তি পেতে পারেন কিছু কিছু জেলার মানুষ। জানা গিয়েছে, বঙ্গের কিছু জেলায় বিকেলের পর হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তীব্র তাপদহনে পুড়ছে পশ্চিমবঙ্গ
তীব্র তাপদহনে পুড়ছে পশ্চিমবঙ্গ

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, মৌসুমী বায়ু স্থলভাগের দিকে কিছুটা অগ্রসর হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টা কলকাতা (Kolkata) ও শহরতলীর আশেপাশের এলাকায় আদ্রতাজনিত অসস্তি থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৯ ডিগ্রি ও সর্বনিম্ন তামাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

Trending Updates
তাপপ্রবাহের সতর্কতা আগামী বেশ কয়েক দিন পর্যন্ত
তাপপ্রবাহের সতর্কতা আগামী বেশ কয়েক দিন পর্যন্ত

অন্যদিকে, আগামি ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের প্রায় সকল জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। যদিও সোমবার সকলের মধ্যে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (West Midnapore) ও হাওড়া (Howrah) জেলার কিছু কিছু জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ অর্থাৎ রবিবার তীব্র গরম থাকবে পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (East Medinipur), বাঁকুড়া (Bankura), পূর্ব ও পশ্চিম বর্ধমান (East & West Bardhaman), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়ায় (Nadia)।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দিনের বেলায় তাপদহনের পর বিকেলে হালকা বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দিনের বেলায় তাপদহনের পর বিকেলে হালকা বৃষ্টির পূর্বাভাস

জানা দিয়েছে, আগামী সপ্তাহে দু'দিন বৃষ্টি হতে পারে কলকাতায়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের প্রথম কর্মদিবস অর্থাৎ সোমবার বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা। বিকেলের দিকে কলকাতা সহ শহর লাগোয়া দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস। তবে কলকাতা লাগোয়া হাওড়া ও হুলগিতে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি এখনও জারি রয়েছে ।

উত্তর-দক্ষিণ দুই বঙ্গতেই তীব্র গরম
উত্তর-দক্ষিণ দুই বঙ্গতেই তীব্র গরম

তীব্র গরমে নাজেহাল হবে উত্তরবঙ্গও। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার অর্থাৎ ৫ জুন সকালের মধ্যে দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পং (Kalimpong) এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত্‍-সহ হাল্কা বৃষ্টির সম্ভবনা থাকলেও, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো ও অসস্তিকর থাকবে। রবিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর (North & South Dinajpur) ও মালদহ (Malda) জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিকেলের পর হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানালেন আবহাওয়াবিদরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File