কোভিডে মৃত প্রিয়জনদের শ্রদ্ধা জানাতে এবার তৈরি হল অনলাইন ই-স্মৃতিসৌধ
Monday, February 1 2021, 2:40 am
Key Highlights
লকডাউন আর বিধিনিষেধের বেড়াজালে প্রিয়জনকে শেষ বিদায়টুকুও জানাতে পারেননি অনেকে। কোভিডে মৃত্যুর কোলে ঢলে পড়া সেই প্রিয়জনদের জন্যই এবার তৈরি হল অনলাইন স্মৃতিসৌধ। ন্যাশনাল কোভিড মেমোরিয়াল (www.nationalcovidmemorial.in)— গত শনিবার উদ্বোধন হল ই-স্মৃতিসৌধটির। কোভিডে মৃত স্বজনদের শ্রদ্ধা জানিয়ে ছবিসহ স্মৃতিকথা লিখে ব্লগ আকারে প্রকাশ করা যাবে এই স্মৃতিসৌধে। দরজা খোলা সকলের জন্যই। প্রতিবছর মৃত্যুদিনে ভার্চুয়ালি মালাতে সেজে উঠবে তাঁদের ছবি। জাতীয় স্তরের এই উদ্যোগটি মস্তিষ্কপ্রসূত এক বাঙালি চিকিৎসকের। সিসিএন-এর পরামর্শদাতা ও হেমাটোলজিস্ট অভিজিৎ চৌধুরীই প্রাথমিকভাবে উদ্যোগ নিয়েছিলেন এই স্মৃতিসৌধ স্থাপনের। কারণ, স্বজনহারার তালিকায় রয়েছে তাঁর নামও। গত বছর আগস্ট মাসের ১০ তারিখেই তিনি হারিয়েছিলেন তাঁর সহকর্মী ও বন্ধুস্থানীয় চিকিৎসক প্রদীপ ভট্টাচার্যকে।
- Related topics -
- দেশ
- ই-স্মৃতিসৌধ
- কোভিড ১৯