ইতিহাসরবি ঠাকুরের কল্যাণে আমাদের কাছে "১৩" তারিখ "নোবেল ডে" , ''আনলাকি থার্টিন' নয় !
আজ ১৩ই নভেম্বর, ১৯১৩ সালে আজকের দিনে বাঙালি তথা গোটা এশিয়াবাসীর কপালে ঠিকরে পড়েছিল সৌভাগ্যের অপূর্ব আলো। রবিঠাকুরের বাংলা কবিতার স্বকৃত অনুবাদ 'সঙ্গস অফারিংস'-এর কারণে প্রথম বাঙালি তথা ভারতবাসী তথা এশিয়াবাসী হিসেবে নোবেল পেয়েছিলেন তিনি। শুধু কবিতা নয়, বেশিরভাগই ছিল গান বা গীতিকবিতা। সাহিত্যে এশিয়ার প্রথম নোবেলজয়ী হিসেবে নিজের নাম ইতিহাসে তুলে ফেলেছিলেন উত্তর কলকাতার জোড়াসাঁকোর বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই ১৩ মানে 'আনলাকি থার্টিন' নয়, ১৩ মানে "নোবেল ডে" ।