শহর কলকাতা

Kolkata Metro | ঈদ উপলক্ষ্যে বৃহস্পতিবার বন্ধ মেট্রোর দুটি লাইন! কম পাওয়া যাবে মেট্রো রেলের পরিষেবা!

Kolkata Metro | ঈদ উপলক্ষ্যে বৃহস্পতিবার বন্ধ মেট্রোর দুটি লাইন! কম পাওয়া যাবে মেট্রো রেলের পরিষেবা!
Key Highlights

বৃহস্পতিবার অর্থাৎ ১১ই এপ্রিল নর্থ-সাউথ করিডর (ব্লু লাইন) এবংইস্ট ওয়েস্ট মেট্রো রুট-র (গ্রিন লাইন) পরিষেবা মিলবে। বাকি দুটি লাইনে পরিষেবা বন্ধ থাকবে।

ভারতে কবে ঈদ ২০২৪ (eid 2024)পালন করা হবে, তা এখনও সরকারিভাবে ঘোষণা না করতে হলেও সৌদি আরবে বুধবার ইদ হওয়ায় ভারতে বৃহস্পতিবার খুশির ঈদ ২০২৪ (eid 2024) পডবে বলে ধারণা একাংশের। এবার সেই দিনক্ষণ মাথায় রেখেই বড় ঘোষণা করলো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের জানানো হয়েছে যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১১ই এপ্রিল নর্থ-সাউথ করিডর (ব্লু লাইন) এবংইস্ট ওয়েস্ট মেট্রো রুট (east west metro route) এর (গ্রিন লাইন) পরিষেবা মিলবে। বাকি দুটি লাইনে পরিষেবা বন্ধ থাকবে।

 নর্থ-সাউথ মেট্রো করিডরে মেট্রোর পরিষেবা :

১১ই এপ্রিল, বৃহস্পতিবার এই রুটে ২৩৪টি মেট্রো চালানো হবে। ইদের জন্য দৈনিক মেট্রোর সংখ্যা কিছুটা কমানো হয়েছে বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষর তরফ থেকে। এমনিতে কর্মদিবসে সাধারণত ২৮৮টি মেট্রো চালানো হয়। ইদের দিন ২৩৪টি মেট্রো চলবে। আপ অভিমুখে চলবে ১১৭টি মেট্রো। আর ডাউন অভিমুখে ১১৭টি মেট্রো চলবে।

ইদের দিন নর্থ-সাউথ মেট্রো করিডরে দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬ টা ৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো  পাওয়া যাবে সকাল ৬ টা ৫০ মিনিটে।  দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো  পাওয়া যাবে সকাল ৬ টা ৫৫ মিনিটে।দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো  পাওয়া যাবে সকাল ৭ টায়। এছাড়া ইদের দিন নর্থ-সাউথ মেট্রো করিডরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো  পাওয়া যাবে রাত ৯ টা ২৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো  পাওয়া যাবে রাত ৯ টা ৩০ মিনিটে।দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো  পাওয়া যাবে রাত ৯ টা ৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো  পাওয়া যাবে রাত ৯ টা ৪০ মিনিটে।

ইস্ট ওয়েস্ট করিডরে মেট্রো পরিষেবা :

সাধারণত যে কোনও কর্মদিবসেইস্ট ওয়েস্ট মেট্রো (east west metro) করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ লাইনে ১০৬টি মেট্রো চালানো হয়। ইদের দিন ৯০টি মেট্রো চালানো হবে। আর ২০ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। ইদে ইস্ট ওয়েস্ট মেট্রো রুট (east west metro route) এ অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদা লাইনে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬ টা ৫৫ মিনিটে।সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭ টায়। ইদে সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদা লাইনে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ৩৫ মিনিট। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ৪০ মিনিটে।

 হাওড়া ময়দান-এসপ্ল্যানেড লাইনে মেট্রো পরিষেবা :

বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট মেট্রো (east west metro) করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে ১২২টি মেট্রো চালানো হবে। এমনিতে আর পাঁচটা কর্মদিবসে ১৩০টি মেট্রো চালানো হয়। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১২ মিনিট, ১৫ মিনিট এবং ২০ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। ইদে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড লাইনে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭ টায়। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭ টায়। ইদে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড লাইনে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ৪৫ মিনিটে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ৪৫ মিনিটে। 

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১১ই এপ্রিল নর্থ-সাউথ করিডর অর্থাৎ ব্লু লাইন এবংইস্ট ওয়েস্ট মেট্রো রুটে অর্থাৎ গ্রিন লাইনেই মেট্রো পরিষেবা মিলবে। বাকি দুটি লাইনে পরিষেবা বন্ধ থাকবে।


Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Cyber Crime | পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ফোনে কেউ টাকা চাইছে? সাবধান! AI ভয়েস ক্লোনিং দ্বারা প্রতারিত হচ্ছেন বহু!
আজকের সেরা খবর | প্রকাশ্যে গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো! ‘কাপুরুষের মতো আচরণ’ বলে নিন্দা প্রধানমন্ত্রী মোদির!
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla