সেলিব্রিটি

Nusrat Jahan : মুসলিমকে বিয়ে করলেন না কেন?-মন্তব্যে শোরগোল সোশ্যাল মিডিয়ায়

Nusrat Jahan : মুসলিমকে বিয়ে করলেন না কেন?-মন্তব্যে শোরগোল সোশ্যাল মিডিয়ায়
Key Highlights

নিজে স্বতঃর্স্ফূত ভাবে এগিয়ে গেলেও মন্তব্য যেন পিছু ছাড়েনা অভিনেত্রী নুসরাতের।

অভিনেত্রী নুসরত জাহান - বিতর্ক যেন পিছুই ছাড়তে চায় না তার। অভিনেত্রী যা কিছুই করেন না কেন, তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় শোরগোল। এই যেমন গত রবিবার ইনস্টাগ্রামে নেটিজেনদের সঙ্গে প্রশ্ন-উত্তরের খেলায় মেতে উঠেছিলেন নুসরত।

ইনস্টাগ্রামে জনৈক এক নেটিজেন হঠাৎ করেই নুসরতকে প্রশ্ন করে বসেন, আপনি কেন মুসলিমকে বিয়ে করেননি? ব্যস, এরকম প্রশ্ন শুনে নিজেকে ঠিক করে রাখতে পারলেন না নুসরত। অভিনেত্রীর স্পষ্ট উত্তর, ‘তুমি কোন গ্রহের প্রাণী? কোন জগতে বাস করো, তুমি কি মানুষ?’।

গত বছরের আগস্ট মাসে ছেলের জন্ম দিয়েছেন। এর কিছু সময় পরই কাজে ফেরেন নুসরত। অল্প সময়ে বাড়তি ওজনও ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে ওঠেন। তাঁর সেই রূপের ছটাই যেন থাইল্যান্ডের সৈকতে দেখা যাচ্ছে। তাতে অনেকেই মুগ্ধ হয়েছেন। অভিনেত্রীকে মোহময়ী আখ্যা দেওয়া হয়েছে। তবে এর মধ্যেও কটাক্ষের পালা অব্যাহত রয়েছে। একজন লেখেন, “আমাদের বসিরহাটের রাস্তায় জল জমে আছে। ৪-৫ বস্তা বালি নিয়ে আসবেন।” আরেকজন আবার বিদ্রূপের ছলে লিখেছেন, “এই না হলে সাংসদ। আপনাকে নিয়ে গর্ব হয় ম্যাডাম।”

অবশ্য, নুসরতের এই ছবি টলিউডের তারকাদের বেশ লেগেছে। বিশেষ করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর। দু’জনেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী-সাংসদকে। গত কয়েকদিন ধরেই থাইল্যান্ড ঘোরার ছবি শেয়ার করছেন নুসরত। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন যশ দাশগুপ্ত। শার্টলেস হয়ে বালিতে শুয়ে থাকার ছবি আপলোড করেছেন তিনিও। ছবির ক্যাপশনে যেন নুসরতের উদ্দেশেই অভিনেতা লিখতে চেয়েছেন, “তোমার নজর কাড়ার জন্য।” শুধু তাই নয়, থাইল্যান্ডে ম্যাচিং পোশাক পরে ঘুরতে দেখা গিয়েছে যশ ও নুসরতকে।


Weather Update | কলকাতার আকাশে দুর্যোগের ঘনঘটা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মহানগরে
Pakistan | ফের হামলার মুখে জাফর এক্সপ্রেস! বিস্ফোরণে ছিটকে গেলো একাধিক কামরা!
World Para Athletics | বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে রেকর্ড গড়লো ভারত! শেষ দিনেও এলো রূপো!
Jaipur | জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ আগুন! মৃত্যু ICU-তে থাকা ৬ রোগীর!
Weather Update | নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে দুর্যোগ, ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মহানগরে
Devi Skandhamata | পঞ্চমী-তে দেব সেনাপতি কার্তিককে কোলে নিয়ে পূজা নেন মা স্কন্দমাতা, অভয়মুদ্রায় সন্তানধারণের বর দেন দেবী
Breaking News | ভররাতে সিলিন্ডার বোঝাই ট্রাকে একাধিক বিস্ফোরণ, আগুনে ঝলসে গেলো ৭টি গাড়ি