Mahakumbh | মহাকুম্ভের শেষবেলার প্যারেডে যোগ দেবে 'বুধ'ও! দেখতে পাবেন খালি চোখেই
Thursday, February 20 2025, 5:41 pm
Key Highlightsকুম্ভমেলা শেষের দিন এবার মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস, নেপচুন এই সাত গ্রহকে দেখা যাবে একই সারিতে।
আগামী ২৬ তারিখ শেষ হতে চলেছে মহাকুম্ভের পুন্য মেলা। ইতিমধ্যেই প্রায় ৫০ কোটিরও বেশি পুণ্যার্থী পুণ্যস্নান করেছেন ত্রিবেণী সঙ্গমে। এবার কুম্ভমেলা শেষের দিন আরেক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা পৃথিবী। বৈজ্ঞানিক মহল জানাচ্ছে ২৬ শে ফেব্রুয়ারি একই সারিতে দেখা যাবে ৭ গ্রহকে। আগের বারে গ্রহের এই প্যারেডে অনুস্পস্থিত ছিল 'বুধ'। এবার মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস, নেপচুন এই সাত গ্রহকে দেখা যাবে একই সারিতে। খালি চোখে দেখা যাবে ভারতে।

