Pakistan Spy | কেবল জ্যোতি মালহোত্রাই নয়, পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করার অভিযোগে গ্রেফতার মোট ১২ ভারতীয়!
Tuesday, May 20 2025, 11:42 am
Key Highlightsগত দু’সপ্তাহে একই অভিযোগে পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশ পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। কিন্তু কেবল জ্যোতিই নন, গত দু’সপ্তাহে একই অভিযোগে পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশ পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। এই তালিকায় রয়েছেন গজালা, উত্তর প্রদেশের শাহজাদ, পঞ্জাবের ফালাক্ষের মাসীহ এবং সুরাজ মসীহ,পঞ্জাবের ইয়ামিন মহম্মদ, পঞ্জাবের গুরদাসপুরের সুখপ্রীত সিং ও করণবীর সিং, হরিয়ানার নোমান ইলাহি, হরিয়ানার কাইথালের দেবেন্দর সিং , হরিয়ানার নুহের আরমান, হরিয়ানার নুহের মহম্মদ তারিফ।

