পরিবহন

উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করা হল, কোন কোন ট্রেন বাতিল জেনে নিন একনজরে

উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করা হল, কোন কোন ট্রেন বাতিল জেনে নিন একনজরে
Key Highlights

২৭শে মে থেকে ৩০শে মে পর্যন্ত অনেকগুলি উত্তরবঙ্গগামী ট্রেন বাতিল করা হয়েছে। গত ২১শে মে ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল।

২৭শে মে থেকে ৩০শে মে বাতিল হচ্ছে কলকাতা-রাধীকাপুর এক্সপ্রেস এবং রাধীকাপুর-কলকাতা এক্সপ্রেস। ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস বাতিল থাকবে ২৭ এবং ২৮শে মে। হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস বাতিল থাকবে ২৬ থেকে ৩০শে মে পর্যন্ত। শিয়ালদহ-সহর্ষ হাটে বাজারে এক্সপ্রেস বাতিল থাকবে ২৬ থেকে ২৮শে মে অবধি।

নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল বাতিল হবে ২৭ মে। ২৮ এবং ২৯ মে বাতিল থাকবে গুয়াহাটি-কলকাতা স্পেশাল। নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ সামার স্পেশালের চাকা গড়াবে না ২৬ এবং ২৭ মে।

শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস, মালদা টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস বাতিল থাকবে ২৬ থেকে ৩০ মে। শিয়ালদহ-কামাখ্যা সামার স্পেশাল পবাতিল হবে ২৭ এবং ২৮ মে।

তাছাড়া আসানসোল-শিয়ালদহ এক্সপ্রেস, আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, বিশ্বভারতী প্যাসেঞ্জার, ময়ূরাক্ষী এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, প্রথম স্বাধীন সংগ্রাম এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেসও বাতিল হচ্ছে এই দিনগুলিতে।