আন্তর্জাতিক

USA Plane-Helicopter Clash | ''সম্ভবত কেউই বেঁচে নেই'' ওয়াশিংটনের বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মন্তব্য উদ্ধারকারীদের

USA Plane-Helicopter Clash | ''সম্ভবত কেউই বেঁচে নেই'' ওয়াশিংটনের বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মন্তব্য উদ্ধারকারীদের
Key Highlights

ওয়াশিংটন ডিসির কাছে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা লাগে মার্কিন সেনার একটি হেলিকপ্টারের। ৬০ জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়েছে কাছের পোটোম্যাক নদীতে। ঘটনায় সকল যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৯টা নাগাদ রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২র সঙ্গে ধাক্কা লাগে মার্কিন সেনার একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের। প্রবল সংঘর্ষে ৬০ জন যাত্রীসহ পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। জোরকদমে উদ্ধারকার্য চলছিল। উদ্ধার হয়েছিল ২৭ জনের মৃতদেহ। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির মেয়র এক সাংবাদিক সম্মেলনে জানান, ‘এই দুর্ঘটনায় কেউ জীবিত আছেন বলে মনে হয় না। জীবিত মানুষদের উদ্ধার করার আশা ছেড়ে, এখন আমরা মৃতদেহ উদ্ধার করায় জোর দিচ্ছি।’