NISAR | ভারত-মার্কিন যৌথ উদ্যোগে নির্বিঘ্নে উৎক্ষেপণ ‘নিসার’-এর, স্বস্তি শ্রীহরিকোটায়

নাসা ও ইসরোর উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহ ‘নিসার’ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাশূন্যে পাড়ি দিল।
আজ, ৩০ জুলাই ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরো ও নাসার যৌথ উদ্যোগে নির্মিত পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ 'NISAR' এর সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৫টা বেজে ১০ মিনিটে মহাকাশযাত্রার কথা ছিল উপগ্রহটির। যদিও এদিন সামান্য বিলম্ব করে বিকেল ৫.৪০ মিনিটে GSLV-F16 রকেট নিসারকে নিয়ে রওনা দিয়েছে ৷ ইসরো জানিয়েছে, লঞ্চ ভেহিকল সফলভাবে নিসারকে কক্ষপথে স্থাপন করেছে ৷ পৃথিবীর সবচেয়ে দামি কৃত্রিম উপগ্রহ নিসার ভূমিকম্প, সুনামি, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগগুলি মূল্যায়ন করবে।