দেশ

কেরলে দুটি বাসের সংঘর্ষের জেরে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ৫ ছাত্র-সহ মোট ৯জন

কেরলে দুটি বাসের সংঘর্ষের জেরে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ৫ ছাত্র-সহ মোট ৯জন
Key Highlights

ভয়াবহ দুর্ঘটনা কেরলে। এই দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন, বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।

কেরলে দুটি বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় পাঁচ ছাত্র-সহ নয় জনের মৃত্যু হয়েছে। এদিন কেরলের সড়ক পরিবহণমন্ত্রী অ্যান্টনি রাজু বলেছেন, পালাক্কাডের ভাদাক্কেনচেরিতে একটি বেসরকারি টুরিস্ট বাস পিছন থেকে রাষ্ট্রায়ত্ত কেএসআরটিসির বাসকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।

বেসরকারি বাসের গতি বেশি থাকায় দুর্ঘটনা

কেরলের পবিরহণমন্ত্রী জানিয়েছেন বুধবারের এই ঘটনায় বেসরকারি বাসটির গতি বেশি ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেই গাড়িটি ওভারটেক করার সময় কেরল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের পিছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনার অভিঘাতে দুটি বাসই ছিন্নভিন্ন হয়ে রাস্তা পড়ে। এই দুর্ঘটনায় ৫ ছাত্র, এক শিক্ষক-সহ মোট নয়জনের মৃত্যু গয়। বেসরকারি বাসের বচালকের ভুলের কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

ছাত্ররা ছিল বেসরকারি বাসে

কেরলের মন্ত্রী আরও জানিয়েছেন কেএসআরটিসির বাসটি কেরলের কোত্তারাক্কারা থেকে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের দিকে যাচ্ছিল। এই মাসে ৮১ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়। অন্যদিকে বেসরকারি বাসটি এর্নাকুলামের বাসেলিওস বিদ্যানিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ৪২ জন ছাত্র ও পাঁচ শিক্ষককে নিয়ে যাচ্ছিল। তাঁদের মধ্যে পাঁচ ছাত্র ও এক শিক্ষকের মৃত্যু হয়েছে।