কোভিড ১৯

সংক্রমণে রাশ টানতে রাত্রিকালীন কার্ফু জারির পথে হাঁটল তামিলনাড়ু, রবিবার হবে সম্পূর্ণ লকডাউন

সংক্রমণে রাশ টানতে রাত্রিকালীন কার্ফু জারির পথে হাঁটল তামিলনাড়ু,  রবিবার হবে সম্পূর্ণ লকডাউন
Key Highlights

রবিবার তামিলনাড়ু সরকারের তরফে এই বিধিনিষেধ জারির কথা ঘোষণা করা হয়েছে। ২০ এপ্রিল শুরু হওয়া রাত্রিকালীন কার্ফুর পাশাপাশি প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউন থাকবে সে রাজ্য জুড়ে। এই রাত্রিকালীন কার্ফু রাত ১০টা থেকে শুরু হয়ে চলবে সকাল ৪টে পর্যন্ত।করোনা সংক্রমণ মাত্রাছাড়া পরিস্থিতির দিকে যেতে শুরু করার পরই পার্ক, জাদুঘর, সমুদ্র সৈকত, পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে তামিলনাড়ুতে। পাশাপাশি সে রাজ্যের দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।