খেলাধুলা

T20 World Cup 2024 । ভারত-পাক ম্যাচের পরই গুড়িয়ে ফেলা হচ্ছে নিউ ইয়র্কের স্টেডিয়াম! ভারতের চতুর্থ ম্যাচের ভ্যেনু নিয়ে চিন্তায় ICC!

T20 World Cup 2024 । ভারত-পাক ম্যাচের পরই গুড়িয়ে ফেলা হচ্ছে নিউ ইয়র্কের স্টেডিয়াম! ভারতের চতুর্থ ম্যাচের ভ্যেনু নিয়ে চিন্তায় ICC!
Key Highlights

নিউ ইয়র্কে বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ভারতের স্কোয়াড। যার মধ্যে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (Nassau County International Cricket Stadium)-এ ভারত খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে। তবে সেই ম্যাচ শেষ হতেই শুরু হলো ওই স্টেডিয়ামের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার তোড়জোড়! অন্যদিকে, কানাডার বিরুদ্ধে চতুর্থ ম্যাচ ভারতের খেলতে যাওয়ার কথা ফ্লোরিডায়। তবে সেখান থেকে ম্যাচ সরানোর দাবি তুলেছেন সমর্থকেরা। যার ফলে রীতিমতো চিন্তায় পড়েছে আইসিসি।

নিউ ইয়র্কে বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ভারতের স্কোয়াড (t20 world cup 2024 india squad)। যার মধ্যে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (Nassau County International Cricket Stadium)-এ ভারত খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে। তবে সেই ম্যাচ শেষ হতেই শুরু  হলো ওই স্টেডিয়ামের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার তোড়জোড়! অন্যদিকে, কানাডার বিরুদ্ধে চতুর্থ ম্যাচ ভারতের খেলতে যাওয়ার কথা ফ্লোরিডায়। তবে সেখান থেকে ম্যাচ সরানোর দাবি তুলেছেন সমর্থকেরা। যার ফলে রীতিমতো চিন্তায় পড়েছে আইসিসি।

ভেঙে ফেলা হচ্ছে নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়াম!

ভারত বনাম পাক টি-টোয়েন্টি বিশ্বকাপ (ind vs pak t20 world cup) ম্যাচ সম্প্রতি আয়োজিত হয়েছিল নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। তবে এই স্টেডিয়ামের অস্বিত্ব এ বার মুছে দেওয়া হবে। মাত্র ৮ ম্যাচেই অবলুপ্তির পথে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (Nassau County International Cricket Stadium)। ওই স্টেডিয়ামে আয়োজিত ভারত বনাম পাক টি-টোয়েন্টি বিশ্বকাপ (ind vs pak t20 world cup) ম্যাচ শেষ হয়ে কিছুদিন গড়াতেই স্টেডিয়ামের বাইরে দেখা যায় দাঁড়িয়ে রয়েছে সারি-সারি বুলডোজার। 

উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল, বিশ্বকাপের পরই ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে ওই স্টেডিয়াম। এ বার সেই শেষের শুরু হতে চলেছে নাসাউতে। ভারত বনাম আমেরিকা ম্যাচ শেষ হওয়ারই যেন অপেক্ষা ছিল। এই ভেন্যুতে আর কোনও ম্যাচ নেই। ফলে অস্থায়ী স্টেডিয়ামটি এখনই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা সম্ভাবনা ছিল যে, এখানে হয়তো মেজর লিগ ক্রিকেট আয়োজন করা হতে পারে। মুম্বই ইন্ডিয়ান্সের ফ্রাঞ্চাইজি দল খেলবে নিউ ইয়র্ক থেকে। কিন্তু এমএলসি কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। প্রসঙ্গত, প্রায় ১০৬ দিন ধরে তৈরি হয়েছিল নিউ ইয়র্কের এই স্টেডিয়াম। এই মাঠের পিচ আনা হয়েছিল ফ্লোরিডা থেকে। যাকে বলা হচ্ছে ড্রপ-ইন পিচ। এটাকে বলা হচ্ছিল ক্রিকেটের প্রথম ‘মডিউলার’ স্টেডিয়াম। তাই এই মাঠ নিয়ে বিতর্ক কম হয়নি। নরম মাঠ, ধীরগতির আউটফিল্ড, সর্বোপরি পিচের চরিত্র নিয়ে জেরবার হয়েছে দলগুলি। কিন্তু সেসব এখন অতীত। বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে এই অস্থায়ী স্টেডিয়াম ভাঙার কাজ।

কানাডার বিরুদ্ধে ভারতের ম্যাচের ভ্যেনু নিয়ে চাপে ICC!

নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামের পর ফ্লোরিডায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ভারতের স্কোয়াড (t20 world cup 2024 india squad) বনাম কানাডার ম্যাচের ভ্যেনু নিয়েও নানান সমালোচনা, অভিযোগ তুলেছেন সমর্থকরা। গত কয়েক দিনে ফ্লোরিডার যে ছবি প্রকাশ্যে এসেছে তা বেশ আশঙ্কাজনক। কারণ প্রবল বৃষ্টি হচ্ছে সেখানে। এমনকি বিভিন্ন এলাকায় হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়েছে। বাড়ি থেকে বেরনোর মতো পরিস্থিতিই নেই। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। সেক্ষেত্রে শুক্রবার আমেরিকা ম্যাচ এবং শনিবার ভারত ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে সমর্থকরা ফ্লোরিডার বদলে অন্য কোথাও এই ম্যাচ সরানোর দাবি তুলেছেন। যার ফলে আইসিসি-ও এই ম্যাচ আয়োজন নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। তিনটি ম্যাচ খেলে প্রত্যেকটিতেই জয় পেয়েছে মেন ইন ব্লু। আয়ারল্যান্ড, পাকিস্তানের পর আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকেও হারিয়ে দিলেন রোহিত শর্মারা। সেই সঙ্গে সুপার এইটেও নিজের জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল। পাকিস্তান, আয়ারল্যান্ডকে হারিয়ে আসা আমেরিকার বিরুদ্ধে প্রথমেই ব্যর্থ হয় ভারতের টপ অর্ডার। মাত্র ৪৪ রানে তিন উইকেট খুইয়ে ধুঁকতে শুরু করে মেন ইন ব্লুর ব্যাটিং। সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরায় সূর্যকুমার যাদবের ইনিংস। হাফসেঞ্চুরি করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন সূর্য। 


Saif Ali Khan Attack | মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে ছুরি! রক্তে ভিজে গিয়েও হেঁটেই হাসপাতালে ঢোকেন সইফ
Saif Ali Khan Attack | ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা! পুলিশের হাতে ধরা পড়লো সইফের হামলাকারী! দাবি করেছিল ১ কোটি
Saif Ali Khan Attack | প্রকাশ্যে সইফ আলী খানের হামলাকারীর ছবি! পরিচারিকাকে বাঁচাতে গিয়েই আহত হন অভিনেতা?
IIT Baba | অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার-ডিজাইনে মাস্টার্স-ফটোগ্রাফার! বিলাসবহুল ভবিষ্যৎ ছেড়ে মহাদেবের চরণে 'IIT বাবা'
Schoolgirls forced to remove shirt । ৮০ জন ছাত্রীকে শার্ট খোলালেন প্রিন্সিপাল, শুধু ব্লেজার পরেই ফিরতে হলো বাড়ি
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
Biography of Sri Aurobindo Ghose | কর্মযোগী ~ঋষি অরবিন্দ ঘোষ