NZvsSA | ভাঙা গেলো না রানের পাহাড়, প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড, এবার বিপক্ষে ভারত

Wednesday, March 5 2025, 6:13 pm
highlightKey Highlights

৩৬২ রান ! নজির গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল নিউজিল্যান্ড।


চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাডি লড়াইয়ে হলো নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের জোড়া শতরানে প্রোটিয়াদের সামনে ৩৬২ রানের দেওয়াল দাঁড় করিয়েছিলো নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটাই এক ইনিংসে সর্বোচ্চ স্কোর। দেওয়াল ভাঙা গেলো না। ৩১২রান করেই থামতে হলো দক্ষিণ আফ্রিকাকে। বুধবারের লাহোরে প্রোটিয়াদের হয়ে মরিয়া শতরান করলেন ডেভিড মিলার। তবু ছোঁয়া গেলো না কিউয়িদের। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এবার ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File