রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি! কলকাতায় একদিনে আক্রান্ত ৮২৫জন
১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ নেওয়ার সময়সীমা কমল। নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র।
রাজ্যে ফের বাড়ছে করোনার গ্রাফ। যে দিন বুস্টার ডোজ নিয়ে কমানোর নির্দেশিকা জারি করল কেন্দ্র, সেদিন বাংলায় দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজারের গন্ডি পেরিয়ে গেল! কেবলমাত্র গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন সংক্রমিত হয়েছেন ৮২৫ জন।
লকডাউন উঠে গিয়েছে। বিধিনিষেধের কড়াকড়িও আর নেই। ভারতে করোনা চতুর্থ ঢেউ আছড়ে পড়বে না তো? এদিন দেশজুড়ে কোভিড সংক্রমণ বেড়েছে ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণের কবলে পড়েছেন ১৬,১৫৯। মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পেরিয়ে দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এবার ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ নেওয়ার সময়সীমা কমিয়ে দিল কেন্দ্র। ৯ মাস নয়, এখন থেকে দ্বিতীয় ডোজের ৬ মাস পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে। জারি করা হল নির্দেশিকা।
কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বাংলায়ও। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টা রাজ্য়ে নতুন করোনা আক্রান্ত ২৩৫২ জন। হাসপাতালে চিকিৎসা চলছে ৪৮১। ভর্তি ১৩৬ জন ভর্তি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। অক্সিজেনে সাপোর্টে রয়েছেন ১০১ জন, ভেন্টিলেশনে ১০ জন। এমনকী, করোনা আক্রান্ত ২ জন মারাও গিয়েছে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। শুধু তাই নয়, চিকিৎসকে ঘাটতি মেটাতে স্বাস্থ্যভবনে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
- Related topics -
- শহর কলকাতা
- কোভিড ১৯
- করোনা সংক্রমণ
- রাজ্য