কলকাতায় সাদা-নীল অটো কেন? জানালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম
নতুন কিছু পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অটোর বর্তমান রং বদল করার বিষয়টি মাথায় এসেছে পরিবহণ-কর্তাদের। বর্তমানে যেসব অটোর রং সবুজ-হলুদ সেই সব অটোর রং বদলে নীল-সাদা করা হবে।
কলকাতায় চলবে সাদা-নীল অটো। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সেই প্রশ্নের জবাবে দফতরের অটো-নীতি প্রসঙ্গে খোলসা করলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।
এ বার অটোর রঙেও আসছে পরিবর্তনের ছোঁয়া। দফতর সূত্রে খবর, নতুন এই নিয়মে কলকাতা ও শহরতলিতে চলাচল করা অটোগুলিকে নতুন রং করতে নির্দেশ দেওয়া হবে। সমস্ত অটোর রং করতে হবে নীল-সাদা। পরিবহণ দফতরের এক কর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে। তবে সব অটো সাদা-নীল রং করা একটু সময়সাপেক্ষ ব্যাপার।
শনিবার অটো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘পরিবহণ দফতর অটো নিয়ে একটি নীতি কার্যকর করতে চলেছে। যাতে কলকাতা শহর সহ গোটা রাজ্যে গ্রিন অটো পরিষেবা শুরু হয়ে যাবে।’’ এর পরেই তিনি আরও বলেন, ‘‘কলকাতা শহরের একটি নির্দিষ্ট রং রয়েছে। সেই রংয়ের সঙ্গে মিলিয়ে চলবে অটো। তাই অটোর রং সাদা-নীল করা হবে।’’
- Related topics -
- পরিবহন
- পরিবহন দপ্তর
- পরিবহন মন্ত্রক
- ফিরহাদ হাকিম
- রাজ্য