BCCI President | সৌরভ নন, নয়া বিসিসিআই সভাপতি হতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস!

রিপোর্ট অনুযায়ী, পরবর্তী বোর্ড সভাপতি হতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস।
জল্পনা ছিল, ফের বিসিসিআই সভাপতি হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তালিকায় ছিলেন কিংবদন্তি স্পিনার হরভজন সিংও। কোনো হিসেবেই মিললো না। রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই এর পরবর্তী বোর্ড সভাপতি হতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস। এককালে ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে চুটিয়ে খেলেছেন মিঠুন মানহাস। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিল, পুনে ওয়ারিয়র, চেন্নাই সুপারকিংসে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচে ৯৭১১ রান আছে তাঁর। আইপিএলে ৫৫ ম্যাচে ৫১৪ রান করেছিলেন। বিনা প্রতিদ্বন্ধিতাতেই বোর্ড সভাপতি পদে বসতে চলেছেন তিনি।