Netflix | পরিবারের বাইরে শেয়ার করা যাবেনা নেটফ্লিক্স অ্যাকাউন্ট! ভারতে বন্ধ হলো নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিং ফিচার!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

বাড়ির বাইরে আর শেয়ার করা যাবে না নেটফ্লিক্স অ্যাকাউন্ট। অতিরিক্ত সদস্যের জন্য দিতে হবে বাড়তি টাকা। ইতিমধ্যেই ইমেল পাঠাতে শুরু করেছে নেটফ্লিক্স।


একই নেটফ্লিক্স অ্যাকাউন্ট (Netflix Account) ব্যবহার করছেন অনেকজন মিলে? এবার আর এই সুবিধা পাবেন না। ভারতীয় গ্রাহকদের জন্য পাসওয়ার্ড শেয়ারিং ফিচার (Password Sharing Feature) বন্ধ করতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ইতিমধ্যেই যারা একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট অনেকজন মিলে ব্যবহার করছেন তাদের ইমেল (E-mail) পাঠাতে শুরু করে দিয়েছে এই ওটিটি প্ল্যাটফর্ম।

  ভারতীয় গ্রাহকদের জন্য পাসওয়ার্ড শেয়ারিং ফিচার বন্ধ করতে চলেছে নেটফ্লিক্স  
  ভারতীয় গ্রাহকদের জন্য পাসওয়ার্ড শেয়ারিং ফিচার বন্ধ করতে চলেছে নেটফ্লিক্স  

গতকাল অর্থাৎ ২০ই জুলাই, বৃহস্পতিবার নেটফ্লিক্স ঘোষণা করে, একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট একটি পরিবারের মধ্যেই রাখতে হবে। সেই পরিবারের প্রত্যেকে যেখানেই থাকুন না কেন যেমন বাড়িতে, ছুটির দিনে বা অন্য কোথাও, সেখান থেকে নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন। এমনকি প্রোফাইল ট্রান্সফার ও ডিভাইসগুলি পরিচালানো করার মতো নতুন সুবিধাও ভোগ করতে পারবেন। অর্থাৎ একটি হাউসহোল্ড বা বাড়িতে একই পাসওয়ার্ড দিয়ে একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট অনেকে ব্যবহার করতে পারবেন।

একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট একটি পরিবারের মধ্যেই রাখতে হবে
একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট একটি পরিবারের মধ্যেই রাখতে হবে

তবে ওই নির্দিষ্ট বাড়ির বাইরে যাঁরা এতদিন একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে নেটফ্লিক্স ব্যবহার করছিলেন, তাঁরা এবার থেকে আর সেটা করতে পারবেন না। একটি হাউসহোল্ডের বাইরে একই নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করতে চাইলে প্রাইমারি ইউজারকে নেটফ্লিক্সের তরফ থেকে বলা হবে প্রোফাইল ট্রান্সফার করা যাবে না। অর্থাৎ ফ্রেশ অ্যাকাউন্ট এবং সাবস্ক্রিপশন নিতে হবে। অর্থাৎ যারা এক পরিবারের না, অন্য পরিবারের এবং অন্য বাড়ি থেকে একই নেটফ্লিক্স অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের কাছে নেটফ্লিক্স দ্বারা ইমেল পাঠানো হবে। ভারতে (India) যে সমস্ত নেটফ্লিক্স ইউজার বিভিন্ন বাড়িতে থেকে একই পাসওয়ার্ডের সাহায্যে একটি অ্যাকাউন্টে লগ-ইন করেন তাঁদের কাছে আপাতত একটি ইমেল যাবে। জানা গিয়েছে, সেই ইমেলেই বিস্তারিত ভাবে সমস্ত বিবরণ নেওয়া থাকবে।

অন্য বাড়ি থেকে একই নেটফ্লিক্স অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের কাছে নেটফ্লিক্স দ্বারা ইমেল পাঠানো হবে
অন্য বাড়ি থেকে একই নেটফ্লিক্স অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের কাছে নেটফ্লিক্স দ্বারা ইমেল পাঠানো হবে

কীভাবে বন্ধ হবে নেটফ্লিক্স অ্যাকাউন্ট পাসওয়ার্ড শেয়ারিং? । How Netflix Account Password Sharing Feature Will Stop?

  বাড়ির বাইরে নেটফ্লিক্স অ্যাকাউন্ট খুললে অ্যাকসেস পাওয়ার জন্য সাতদিন পর্যন্ত ভেরিফিকেশন কোড চাইবে নেটফ্লিক্স
  বাড়ির বাইরে নেটফ্লিক্স অ্যাকাউন্ট খুললে অ্যাকসেস পাওয়ার জন্য সাতদিন পর্যন্ত ভেরিফিকেশন কোড চাইবে নেটফ্লিক্স

এক বাড়ির বাইরে নেটফ্লিক্স অ্যাকাউন্ট খুললে অ্যাকসেস পাওয়ার জন্য সাতদিন পর্যন্ত ভেরিফিকেশন কোড (Verification Code) চাইবে ওটিটি প্ল্যাটফর্মটি। পাশাপাশি প্রাইমারি লোকেশনের ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কে ডিভাইস কানেক্ট করতে হবে প্রতি ৩১ দিনে অন্তত একবার। আইপি অ্যাড্রেস (IP Address), ডিভাইসের আইডি (Device ID), যে ডিভাইস থেকে অ্যাকাউন্ট সাইন-ইন করা রয়েছে- এই সবকিছু ট্র্যাক করে ইউজারের নেটফ্লিক্স অ্যাকাউন্টের গতিবিধি নজরে রাখবে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। একই বাড়ির সদস্য অন্য জায়গায় স্থানান্তর করার করার সময় নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করে ব্যবহার করতে পারবেন।

এক নেটফ্লিক্স অ্যাকাউন্ট অনেকে মিলে ব্যবহার করার জন্য যা করতে হবে । Here's What You Need To Do To Share One Netflix Account :

 মে মাস থেকে বিশ্বের অনেক দেশে টাকা দিয়ে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার পরিষেবা চালু করেছে নেটফ্লিক্স
 মে মাস থেকে বিশ্বের অনেক দেশে টাকা দিয়ে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার পরিষেবা চালু করেছে নেটফ্লিক্স

ইতিমধ্যেই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে ইউজারদের উদ্দেশ্যে বার্তা পাঠানো শুরু করেছে নেটফ্লিক্স। এর আগে মে মাস থেকে বিশ্বের অনেক দেশে টাকা দিয়ে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার পরিষেবা চালু করেছে নেটফ্লিক্স। ভারতের ক্ষেত্রে নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং রুখতে কোম্পানি জানায়, যারা একটি অ্যাকাউন্টে আরও সদস্য যোগ করতে চান তারা বাড়তি কিছু টাকা দিয়ে এই পরিষেবা পেতে পারেন। জানা গিয়েছে, এই পরিষেবা পেতে মাসিক ৮ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬৬০ টাকা দিতে হবে।

মার্চ মাস পর্যন্ত নেটফ্লিক্সের পেয়িং সাবস্ক্রাইবার রয়েছে ২৩২.৫ মিলিয়ন
মার্চ মাস পর্যন্ত নেটফ্লিক্সের পেয়িং সাবস্ক্রাইবার রয়েছে ২৩২.৫ মিলিয়ন

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে ভারতে সাবস্ক্রিপশন খরচ কমায় নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মটি। তবে গ্রাহকের সংখ্যা বাড়লেও এখনও দেশে সবচেয়ে ব্যয়বহুল ওটি টি প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি নেটফ্লিক্স। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটি অ্যাকাউন্ট অনেকে মিলে ব্যবহার করেছেন। তবে বিগত দিনে গ্রাহক সংখ্যা বাড়াতে নানারকম নীতি এবং কৌশল ব্যবহার করেছে এই স্ট্রিমিং জায়েন্ট। ভারতের আগে লাতিন আমেরিকার (Latin America) বহু দেশে পাসওয়ার্ড শেয়ারিং রুখতে অতিরিক্ত চার্জের কথা জানায় কোম্পানিটি। গত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র (United States), ব্রিটেন (Britain), ফ্রান্স (France), জার্মানি (Germany), অস্ট্রেলিয়া (Australia), সিঙ্গাপুর (Singapore), মেক্সিকো (Mexico), ব্রাজিল (Brazil) সহ প্রায় ১০০টি দেশে এই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছে নেটফ্লিক্স। ফলে আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা। চলতি সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৫.৯ মিলিয়ন নতুন সাবস্ক্রাইবার যোগ হয় প্ল্যাটফর্মে। মার্চ মাস পর্যন্ত নেটফ্লিক্সের পেয়িং সাবস্ক্রাইবার রয়েছে ২৩২.৫ মিলিয়ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File