নেতাজি

ইন্ডিয়া গেট থেকে ‘উধাও’ নেতাজির হলোগ্রাম মূর্তি! প্রতিবাদে তৃণমূল নেতা-সাংসদরা

ইন্ডিয়া গেট থেকে ‘উধাও’ নেতাজির হলোগ্রাম মূর্তি! প্রতিবাদে তৃণমূল নেতা-সাংসদরা
Key Highlights

চারিদিক অন্ধকার! ইন্ডিয়া গেটে দেশনায়ক নেতাজির হলোগ্রাম মূর্তি নেই। স্বভাবতই ইন্ডিয়া গেট চত্বরে সরজমিনে তদন্ত করে দেখেছিল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল।

২৩শে জানুয়ারি, ২০২২ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন করেছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার (৩রা ফেব্রুয়ারী, ২০২২) তৃণমূলের প্রতিনিধি দল ইন্ডিয়া গেটে গিয়ে খতিয়ে দেখে, নেতাজির হলোগ্রাম মূর্তির কোনো হদিশ নেই, এমনকি যে পর্দার মাধ্যমে সেটি দেখা যাচ্ছিল সেটি পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি ঘনিষ্ঠ ওড়িশার এক শিল্পী নেতাজির এই হলোগ্রাম মূর্তিটি তৈরী করেছিলেন।

এই ঘটনার পরেই নেতাজি-কে 'অপমানের' অভিযোগ তুলেছে রাজনৈতিক দল তৃণমূল। এই ঘটনার তীব্র প্রতিবাদ করতে তৃণমূল সাংসদদের মধ্যে সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, জওহর সরকার, নাদিমুল হক, শান্তা ছেত্রীর মতো লোকসভা ও রাজ্যসভার উভয়কক্ষের সাংসদদের দেখা গিয়েছে। তাদের অনেকের হাতেই প্ল্যাকার্ডও দেখা গিয়েছে। ইন্ডিয়া গেটে সূক্ষ্ম পাতলা পর্দার ওপর আলোর প্রতিফলনের মাধ্যমেই নেতাজি মূর্তি দেখা যেত।  উদ্বোধনের কয়েকদিন পরেই নেতাজির মত দেশনায়কের মূর্তি নিয়ে এই বিপত্তিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। সবদিক মাথায় রেখে কি এই মূর্তি বসানো হয়নি? তৃণমূল সাংসদদের দাবি নেতাজিকে অপমান করা হয়েছে।

হলোগ্রাম মূর্তিটি দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কথাও বলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। সংবাদমাধ্যমে তিনি বলেন, "নেতাজি এখন আর নেই। মূর্তিটি ছিল স্যালুট করা নেতাজি। তা নিয়েও সমালোচনা হয়। কাকে স্যালুট করছেন নেতাজি, মোদিকে?" তৃণমূল সাংসদদের আরও বক্তব্য, তাঁরা আসার খবর পেয়েই তড়িঘড়ি নেতাজির মূর্তি ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

যদিও শুক্রবার অর্থাৎ ৪ঠা ফেব্রুয়ারী, ২০২২ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে নেতাজির হলোগ্রাম নিষ্প্রদীপ হওয়ার 'কারণ' ব্যাখ্যা করা হয়েছে । তবে কোনও সরকারি বিবৃতি নয়, সংস্কৃতি মন্ত্রকের উচ্চপর্যায়ের সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সংস্কৃতি মন্ত্রকের দাবি, বিষয়টির মধ্যে রাজনীতির কোন প্রশ্নই নেই। প্রবল হাওয়ার কারণেই কিছুক্ষণের জন্য নিভিয়ে দেওয়া হয়েছিল নেতাজির হলোগ্রাম মূর্তির আলো।

No question of any politics, the Netaji hologram was switched off because of extreme weather conditions as per standard international practice. It was switched on at midnight yesterday.- Top sources in the Culture Ministry

ANI (@ANI) February 4, 2022

Bangladesh Plane Crash | বাংলাদেশে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯! আহত ১৬৪ জন!
21st July Live | '২৭ শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে'! প্রতি শনি ও রবিবার মিটিং-মিছিল করার নির্দেশ দলকে!
Cruise Ship Fire | সমুদ্রে অগ্নিকান্ড, মৃত ৩, আহত ১৮ জন! আতঙ্কে জাহাজ থেকে ঝাঁপ দিলেন বাকি যাত্রীরা
IND vs PAK WCL | পহেলগাঁও নিয়ে কটূক্তি, ধাওয়ান-আফ্রিদি মতবিরোধে ভেস্তে গেলো লেজেন্ডস লিগের ভারত-পাক ম্যাচ
Patna Hospital Shooting | নিউটাউনের পর আনন্দপুর, পাটনা কাণ্ডে বাংলা থেকে গ্রেপ্তার এক মহিলা সহ আরও ৫
Weather Update | বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা বঙ্গে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Balurghat Hospital | মেদিনীপুরের পুনরাবৃত্তি? ইঞ্জেকশন দেওয়ার পরই অসুস্থ ১০ প্রসূতি! রাতেই বালুরঘাট হাসপাতালে পৌঁছলেন CMOH