Nestle | অফিসে সহকর্মীর সঙ্গে চুটিয়ে প্রেম! CEO-কে বরখাস্ত করলো Nestle

নিজের অধীনে থাকা এক অফিসকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক রাখায় সংস্থার সিইও লরেন্ট ফ্রেক্সিকে (Laurent Freixe) পদ থেকে সরিয়ে দিল নেসলে।
বিশ্বের অন্যতম বৃহৎ এফএমসিজি সংস্থা নেসলের সিইও লরেন্ট ফ্রেক্সিকে বরখাস্ত করা হলো। অভিযোগ, তিনি নিজের অধীনে থাকা এক অফিসকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বছরখানেক আগে খবর পেয়ে এ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছিলেন নেসলের চেয়ারপার্সন এবং ওই সংস্থার একজন স্বাধীন ডিরেক্টর। সংস্থা জানিয়েছে, নিজের অধীনে থাকা এক কর্মীর সঙ্গে এমন সম্পর্ক সংস্থার কোড অফ বিজ়নেসের পরিপন্থী। তাই অবশেষে তাঁকে বরখাস্ত করা হয়েছে। নেসলে সূত্রে খবর, কোনো এক্সিট প্যাকেজ পাবেন না ফ্রেক্সি।
- Related topics -
- আন্তর্জাতিক
- সিইও
- বরখাস্ত
- love affairs