Earthquake News Today in India | আটবার ভূকম্পে কাঁপলো ভারত! দিল্লি-সহ উত্তরে জোরালো কম্পন! নেপালে ফিরে এলো ২০১৫ সালের ভয়াবহ স্মৃতি!

Thursday, October 5 2023, 7:21 am
highlightKey Highlights

আজ ভারতে ভূমিকম্পের খবর অনুযায়ী, সকাল থেকে ভারতের বিভিন্ন অংশে মোট আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয় দিল্লি ও উত্তর ভারতের বিভিন্ন এলাকায়। পর পর কম্পনে কেঁপে ওঠে নেপাল। সেখানেই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটাল স্কেলে এর কম্পনমাত্রা ছিল ৪.৬ এবং ৬.২।


মাত্র আধ ঘন্টার মধ্যেই দুবার ভূকম্পে কেঁপে উঠলো নেপাল (Nepal)। ৪০ মিনিটের মধ্যে ৪ বার ভূমিকম্প হয়েছে। আজ ভারতে সর্বশেষ ভূমিকম্প (Latest Earthquake in India) নিয়ে সিসমোগ্রাফ যন্ত্রে সকাল থেকে বিভিন্ন জায়গার মাটি ৮ বার কেঁপেছে। পরপর ভূমিকম্পে কেঁপেছে উত্তর ভারতের একাংশ। ৪০ মিনিটের ব্যবধানে ৪.৬, ৬.২, ৩.৬ এবং ৩.১ মাত্রার চারটি ভূমিকম্প হয়েছে। নেপালে ভূমিকম্পের জন্য প্রভাব পড়েছে রাজধানী দিল্লিতেও। বেশ জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লি-সহ উত্তর ভারতের একাংশে।

  ভারতে সর্বশেষ ভূমিকম্প নিয়ে সিসমোগ্রাফ যন্ত্রে সকাল থেকে বিভিন্ন জায়গার মাটি ৮ বার কেঁপেছে  
  ভারতে সর্বশেষ ভূমিকম্প নিয়ে সিসমোগ্রাফ যন্ত্রে সকাল থেকে বিভিন্ন জায়গার মাটি ৮ বার কেঁপেছে  

ভারতে সর্বশেষ ভূমিকম্প (Latest Earthquake in India) এর খবর অনুযায়ী, এদিন দুপুর ২টো ২৫ মিনিটে প্রথম ভূমিকম্প হয় নেপালে। দ্বিতীয় কম্পন অনুভূত হয় ২৬ মিনিট পরে, ২টো বেজে ৫১ মিনিটে। বিকাল ৩.১৯ মিনিটে নেপালে ৩.১ মাত্রার চতুর্থ ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) জানিয়েছে, প্রতিবেশী রাষ্ট্র নেপালেই ভূমিকম্পের উৎসস্থল। প্রথমবার ভূকম্পের রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬ আর দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৬.২। আজ ভারতে ভূমিকম্পের খবর (Earthquake News Today in India) অনুযায়ী, পরপর ভূমিকম্পে কেঁপেছে উত্তর ভারতের একাংশ৷ হিমালয়ের দক্ষিণপাড়ের বেশ কয়েকটি অংশে কম্পন অনুভূত হয়েছে৷ এছাড়াও কম্পন অনুভূত হয়েছে অসম থেকে শুরু করে, পশ্চিমবঙ্গের উত্তরাংশ, সিকিম, দিল্লি ও দিল্লির পার্শ্ববর্তী এলাকায়।

পরপর ভূমিকম্পে কেঁপেছে উত্তর ভারতের একাংশ
পরপর ভূমিকম্পে কেঁপেছে উত্তর ভারতের একাংশ

আজ ভারতে ভূমিকম্পের খবর (Earthquake News Today in India) অনুযায়ী, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের ভাতেখোলা থেকে ২ কিলোমিটার দূরে, ভূমিস্থল থেকে ৫ কিলোমিটার গভীরে। জানা গিয়েছে, টানা ৪০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় নেপালে। এদিন ভারতে সর্বশেষ ভূমিকম্প (Latest Earthquake in India) অনুভূত হয় দুপুরে রাজধানী দিল্লির একাধিক জায়গায়। দিল্লি, এনসিআরের পাশাপাশি উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে। উত্তরাখণ্ডের কিছু কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এই পরিস্থিতিতে সকলকে বাড়িতে থাকার এবং প্রয়োজনে ১১২ নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছে পুলিশ।

পর পর ভূমিকম্পের ঘটনা সম্ভবত ইঙ্গিত দিচ্ছে এক বড় কোনও কাণ্ডের, অর্থাৎ আরও ভয়াবহ ভূমিকম্পের৷ যে কম্পণ হয়ত ফুঁসছে পৃথিবীর অন্দরে৷ ভারতে সর্বশেষ ভূমিকম্প (Latest Earthquake in India) এর পর এমনটাই জানিয়েছেন উত্তরাখণ্ডের এইচএনবি সেন্ট্রাল ইউনিভার্সিটির ভূগোল বিভাগের প্রধান মহাবীর নেগি। তিনি বলেছেন, এই ধরনের ছোট-ছোট ভূমিকম্প আসলে একটি ভূমিকম্পের ইঙ্গিত বহন করে এনেছে৷ এর দ্বারা বোঝা যাচ্ছে, একটি বড় কোনও ভূমিকম্প অপেক্ষা করছে৷ পৃথিবীর মাটির অন্দরে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে, যা আসলে অপেক্ষা করছে৷

পর পর ভূমিকম্পের ঘটনা সম্ভবত ইঙ্গিত দিচ্ছে এক বড় কোনও কাণ্ডের, অর্থাৎ আরও ভয়াবহ ভূমিকম্পের
পর পর ভূমিকম্পের ঘটনা সম্ভবত ইঙ্গিত দিচ্ছে এক বড় কোনও কাণ্ডের, অর্থাৎ আরও ভয়াবহ ভূমিকম্পের

উল্লেখ্য, এদিন অরুণাচল প্রদেশের পাঙ্গিনে ৩.২৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার তীব্রতা রিখটার স্কেলে ৫.২ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এ ছাড়া উত্তরাখণ্ডের পিথোরাগড়ে বিকেল সাড়ে ৩টার দিকে ভূমিকম্প হয়, যার তীব্রতা ছিল ৩.৩ এবং গভীরতাও ছিল মাটির ভিতরে ১০ কিলোমিটার। এছাড়াও জয়পুর এবং চণ্ডীগড়েও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। নেপাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নেপালের বাঝাং জেলা। কম্পনে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। কম্পন শুরুর সঙ্গে সঙ্গে ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে আসেন।

প্রসঙ্গত, এদিন পরপর ভূমিকম্প ২০১৫ সালের স্মৃতি ফিরিয়ে এনেছে।নেপালে সবেচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালে। এই কম্পনের কেন্দ্র ছিল নেপালের কোডারি এলাকায় এবং সেই ভূকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। রাজধানী কাঠমান্ডু ও সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পরপর ভূমিকম্প ২০১৫ সালের স্মৃতি ফিরিয়ে এনেছে নেপালে 
পরপর ভূমিকম্প ২০১৫ সালের স্মৃতি ফিরিয়ে এনেছে নেপালে 

কেবল আজ, মঙ্গলবারই নয় গতকাল, সোমবারও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়। ধূপগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ার, মালদহ, বালুরঘাট, রায়গঞ্জ-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কম্পন অনুভূত হয়। সোমবার শিলিগুড়িতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশি রাজ‍্য অসমেও। অসম- মেঘালয় সীমান্ত এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। বাংলাদেশ লাগোয়া অসমের এই এলাকায় ভূমিকম্পে তীব্রতা ছিল ৫.১। অন্যদিকে গত রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল হরিয়ানার কিছু অংশ। রাত ১১টা ২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্প। যার কেন্দ্র ছিল রোহতক থেকে ৭ কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File